যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে রেখে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
2/10
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বিতর্কের কেন্দ্রে ছিলেন রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী।
3/10
রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পটনায় মামলা দায়ের করেন সুশান্তের বাবা। রিয়া ও সৌভিকের বিরুদ্ধে সুশান্তকে মাদক সরবরাহ করারও অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
4/10
পরে অবশ্য রিয়া ও সৌভিক জামিনে মুক্তি পান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
5/10
সুশান্তের সঙ্গে লিভ-ইন করতেন রিয়া। তাঁদের এই সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন কম ছিল না। সুশান্তের মৃত্যু সে বিষয়ে চর্চা বহুগুণ বাড়িয়ে দেয়।
6/10
রিয়ার সঙ্গে তাঁর ভাইও বিতর্কে জড়িয়ে পড়েন। গত বছরের মাঝামাঝি সময় থেকে তাঁদের নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
7/10
২০০৯ সালে একটি বিনোদন চ্যানেলের ভিডিও জকি হিসেবে কাজ শুরু করেন রিয়া।
8/10
২০১২ সালে একটি তেলুগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রিয়া।
9/10
২০১৩ সালে বলিউডে অভিষেক হয় রিয়ার।
10/10
এরপর অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ ছবিতে দেখা যাবে রিয়াকে। সব ছবি সৌজন্যে মানব মঙ্গলানী