এক্সপ্লোর
SSR Throwback Photos: : সুশান্তই ছিলেন সবথেকে ছোট, আদরের 'ভাই'য়ের সঙ্গে কিছু আনন্দের মুহূর্তে বোনেরা
ছবি-পরিবারের সঙ্গে সুশান্ত
1/10

সুশান্ত সিং রাজপুত। নামটা বোধহয় ভোলার নয়। নিজের ছোট ফিল্মি কেরিয়ারে মনে রাখার মতো বেশ কয়েকটি ছবি দর্শকদের উপহার দিয়েছেন সুশান্ত। চার বোনের একমাত্র ভাই সুশান্তের পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল। চলুন সুশান্তের চার বোনের সম্বন্ধে জানা যাক...
2/10

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বলিউডের সাথে সাথে অভিনেতার ফ্যানেরাও স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আজও অনেকে তাঁর মৃত্যুর খবর বিশ্বাস করতে পারেন না। উপরের এই ছবিটি সুশান্তের ছোটবেলার। যেখানে তাঁকে পুরো পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে।
Published at : 13 Jun 2021 01:46 PM (IST)
আরও দেখুন






















