এক্সপ্লোর
সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার মামলায় ম্যারাথন জেরা পুলিশের, বিয়ের প্ল্যান ছিল, জানালেন রিয়া
1/8

জিজ্ঞাসাবাদে রিয়া বলেছেন, ২০১৯-এ সুশান্ত তাঁকে প্রপোজ করেন। রিয়া বলেছেন, ‘আমি ইনডাইরেক্টলি তোমাকে বলতে পারি না, তাই সরাসরি বলছি। আমি তোমাকে খুব পছন্দ করি। তোমাকে গার্লফ্রেন্ড করতে চাই’। রিয়ারও পছন্দ ছিল সুশান্তকে। এরপর দুজনের সম্পর্কের সূত্রপাত।
2/8

রিয়া সুশান্ত ও তাঁর সম্পর্ক নিয়ে বলেছেন যে, সুশান্ত যশরাজ ফিল্মসের শুদ্ধ দেশি রোমান্স সিনেমা করছিলেন এবং তিনি যশরাজ ফিল্মসের মেরে ড্যাড কি মারুতি-রও শ্যুটিং করছিলেন। তখনই দুজনের সাক্ষাত্ হয়। এরপর ইন্ডাস্ট্রির পার্টিতে দেখা হতে শুরু করে এবং তাঁরা একে অপরের বন্ধু হয়ে ওঠেন।
Published at :
আরও দেখুন






















