এক্সপ্লোর
'Durgapur Junction': শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং, কবে মুক্তি স্বস্তিকা-বিক্রম অভিনীত থ্রিলারের?
'Durgapur Junction': শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে।

দুর্গাপুর জংশন
1/10

শেষ হল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং। থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়।
2/10

শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প।
3/10

এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে। অন্যান্য চরিত্রে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরকে।
4/10

নির্মাতাদের তরফে জানানো হয়েছে শ্যুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ২০২৪ সালে মার্চ বা এপ্রিল মাসে ছবির মুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
5/10

চলতি বছরেই মুক্তি পায় পরিচালকের অপর ছবি 'শিবপুর'। আর তা মুক্তি পাওয়ার আগেই 'দুর্গাপুর জংশন' ছবির কথা ঘোষণা করেন অরিন্দম ভট্টাচার্য।
6/10

শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও এক যুবক কর্মঠ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প বলবে 'দুর্গাপুর জংশন'।
7/10

বলাই বাহুল্য এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে দুর্গাপুরে। এছাড়া বোলপুর ও কলকাতায় বাকি অংশের শ্যুটিং হয়েছে। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।
8/10

ছবি সম্পর্কে পরিচালক বলেছিলেন, 'আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গল্প।'
9/10

'দুর্গাপুরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে পরপর এবং সেই রহস্য উদঘাটনে একজন সাংবাদিক ও এক পুলিশ অফিসার কীভাবে তদন্ত নামেন সেই নিয়েই গল্প। মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।'
10/10

ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। প্রথমে বলা হয়েছিল জুন ও জুলাই মাসে শ্যুটিং সারা হবে এবং ২০২৩ সালের শীতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে পারে। কিন্তু অবশেষে শ্যুটিং শেষ হল ডিসেম্বরে।
Published at : 22 Dec 2023 07:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
