এক্সপ্লোর
সুশান্ত কোনওদিনই সঞ্জনার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, তাহলে নিশ্চয়ই বুঝতাম, মুখ খুললেন স্বস্তিকা

1/5

সঞ্জনা বলেন, যখন এমন খবরগুলো প্রকাশ পেয়েছিল, তখন কত খারাপ লেগেছিল তাঁদের। তবে দুজনের মধ্যে কখনই ভুল বোঝাবুঝি হতে দেননি তাঁরা।
2/5

এর আগে সুশান্তের সম্পর্কে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে জানান সঞ্জনা নিজেই।
3/5

তিনি বলেন, যদি ওঁদের মধ্যে কোনও সমস্যা হয়ে থাকত, তাহলে তিনি নিশ্চয়ই বুঝতে পারতেন।
4/5

স্বস্তিকা এই ছবিতে কিজির মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তাই কিজির সঙ্গেই শ্যুটিং সেটে তাঁর বেশিরভাগ সময় কাটত। সঞ্জনা বরং সুশান্তের উপস্থিতিতে স্বচ্ছন্দবোধই করতেন, মত স্বস্তিকার।
5/5

দিল বেচারা ছবির শ্যুটিংয়ের সময় সহ অভিনেত্রীদের সঙ্গে আপত্তিকর ব্যবহার করতেন সুশান্ত, এমন জল্পনায় সরগরম হয়েছিল বলিউড। সালটা ২০১৮। তবে এই খবর প্রকাশ্যে আসার পর সুশান্ত সঞ্জনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে এই অভিযোগ নস্যাৎ করেন। সুশান্তের পাশে দাঁড়ান সঞ্জনাও। এবার ছবি মুক্তির পর এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এক সাক্ষাৎকারে তিনি জানান, এমনটা কখনই তাঁর মনে হয়নি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
