এক্সপ্লোর
Kon Gopone Mon Bheseche: উভয় সংকটে শ্যামলী, এই বিপদের কারণ খোদ নায়ক অনিকেতই?
Bengali Serial Update: একসঙ্গে হাজির হতে হবে শ্যামলী আর তিস্তাকে! অনিকেতের জন্যই এমন সংকটে নায়িকা?

একসঙ্গে হাজির হতে হবে শ্যামলী আর তিস্তাকে! অনিকেতের জন্যই এমন সংকটে নায়িকা?
1/10

ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। ইতিমধ্যেই বেশ জমে উঠেছে অনিকেত আর তিস্তার প্রেম।
2/10

কিন্তু গল্পের নায়ক অনিকেত এখনও জানেন না, এই তিস্তা আর গল্পের নায়িকা শ্যামলী একই মানুষ।
3/10

অনিকেতের সঙ্গে তিস্তা দেখা করে মুখ ঢেকে। কিন্তু হঠাৎ যদি অনিকেত একই জায়গায় হাজির হতে বলে তিস্তা আর শ্যামলীকে?
4/10

তখন? আগামীকাল সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের গল্পের নতুন মোড়।
5/10

বর্তমানে গল্পে দেখানো হচ্ছে, গ্রেট বেঙ্গল ক্যাটারার্সের কাছে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আসে। অনিকেতের ওপর সেই ইভেন্টের যাবতীয় দায়িত্ব এসে পড়ে।
6/10

কিন্তু সেই ইভেন্টে ক্লায়েন্টের চাহিদা একটাই, মেনুতে যেন থাকে শ্যামলীর হাতে বানানো বিশেষ ডিশ। অনিকেত সেই শর্ত রাখতে বাধ্য হয়, শ্যামলীকে ওই ইভেন্টে নিয়ে যেতে।
7/10

শ্যামলী সেখানে নিজের হাতে লুচি বানাতে শুরু করে। ইতিমধ্যেই অনিকেত জানায়, সেই অনুষ্ঠানে প্রেমের কবিতা পাঠ করতে আসছে তিস্তা মিত্র। ইভেন্টে এই ঘোষণাও করে দেয় সে।
8/10

উভয় সংকটে পড়ে শ্যামলী। একদিকে তাঁর ইভেন্টে রান্নার দায়িত্ব, অন্যদিকে তিস্তা হয়ে অনিকেতের কাছে আসা, কবিতা পাঠ করা। একই সঙ্গে, একই জায়গায় কীভাবে উপস্থিত হবে শ্যামলী আর তিস্তা? সেই রহস্যই ভেদ হবে আগামীকালের পর্বে।
9/10

এই এপিসোড নিয়ে শ্বেতা ভট্টাচার্য্য় (Sweta Bhattacharyya) বলছেন, 'শ্যামলী তো গ্রেট বেঙ্গল ক্যাটারার্সের কাজে ব্যস্ত। এরই মধ্যে অনিকেত ঘোষণা করে দেয়, ইভেন্টে তিস্তা আসছে কবিতা পাঠ করতে। এবার একই জায়গায় তিস্তা আর শ্যামলী কিভাবে উপস্থিত হবে, সেটাই জানা যাবে এপিসোডে।'
10/10

এই এপিসোড নিয়ে অনিকেত অর্থাৎ রণজয় বিষ্ণু বলছেন, 'এই এপিসোডের প্রোমো শ্যুট করতে এসেই চমকে উঠেছিলাম। এই চমকটা আমিও প্রত্যাশা করিনি। এই দিনই কি তিস্তা আর অনিকেতের প্রেম শেষ হয়ে যাবে? নাকি এই প্রেম আরও দীর্ঘস্থায়ী হবে তা জানা যাবে আগামী পর্বে।
Published at : 17 Mar 2024 11:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
