এক্সপ্লোর
Shuri Das Sindur Khela: স্বামীর সঙ্গে হাসিমুখে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শ্রুতি দাস
Bijaya Dasami: বিয়ের প্রথম বছর। তাই উৎসাহটা খানিক বেশিই। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিজয়া দশমীতে দেবীবরণে মাতলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস।

স্বামীর সঙ্গে হাসিমুখে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শ্রুতি দাস
1/10

এদিন তাঁর পরনে ছিল লাল শাড়ি। সঙ্গে মাননসই গয়না। এখানেই শেষ নয়। হাতে শাঁখা-পলা, মাথায় চওড়া সিঁদুরে হাসি মুখে দেবীবরণ করতে দেখা গেল 'রাঙা বৌ' ধারাবাহিকের পাখিকে।
2/10

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেন শ্রুতি। সেখানে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের পাশাপাশি দেখা পাওয়া যায় তাঁর পরিবারের লোকজনের।
3/10

এছাড়াও দেবীবরণ করতে আসা আরও মহিলাদের সঙ্গেও হাসি মুখে পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী।
4/10

উল্লেখ্য়, এবছরই জুলাই মাসে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন ছোটপর্দার এই নায়িকা।
5/10

তাঁর অনুরাগীরা জানবেন 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি ।
6/10

ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি ।
7/10

দিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা । প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি ।
8/10

বিয়ের অনেক আগে থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে উঠত স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি ।
9/10

অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া ছিল স্বর্ণেন্দুর প্রোফাইলেও । তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা ছিল, 'এনগেজডট'।
10/10

প্রসঙ্গত, গত মাসেই, ৯ জুলাই, রাতের দিকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। অফ হোয়াইট শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি পোশাকে সারেন বিয়ে।
Published at : 26 Oct 2023 08:21 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
