এক্সপ্লোর
Devika Rani: রক্ষণশীলতার বেড়াজাল ভেঙেছেন প্রতি পদে, ভারতীয় চলচ্চিত্রের ‘ফার্স্ট লেডি’ দেবিকা রানি
First Lady of Indian Cinema: ঠাকুর পরিবারের রক্ত গায়ে। প্রবাসী বাঙালি পরিবারের মেয়ে। দেবিকা রানির কথা উঠলে শ্রদ্ধায় মাথা নেমে আসে আজও। ছবি: The International Roerich Memorial Trust.
ছবি: The International Roerich Memorial Trust.
1/13

শুধু অভিনেত্রী বললে যথোপযুক্ত বিচার হয় না তাঁর কৃতিত্বের ভারতীয় চলচ্চিত্র জগতের ‘ফার্স্ট লেডি’, ‘যুগান্তকারী’র মতো উপমা ব্যবহারেও ইতস্তত বোধ হয়। অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও, দেবিকা রানি সঠিক অর্থেই ছিলেন পথপ্রদর্শক। -ফাইল চিত্র।
2/13

পেশাগত জীবনে হোক বা ব্যক্তিগত, সমাজ-সংসারের বেড়াজাল ভেঙেছেন প্রতি পদে। নিজের মর্জির মালকিন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তাই এত বছর পরও বার বার তাঁর উল্লেখ উঠে আসে। ছবি: The International Roerich Memorial Trust.
Published at : 04 Jan 2024 08:59 PM (IST)
আরও দেখুন






















