এক্সপ্লোর
Radhe Shyam Trailer Launch: 'রাধে শ্যাম' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির প্রভাস-পূজা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/c3c9363bf7f2998ffa9eeb07a0d23805_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রভাস ও পূজা
1/11
![মুক্তি আসন্ন। আর তার আগে আজ মুক্তি পেল 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'-এর নতুন ট্রেলার (Radhe Shyam New Trailer)। ট্রেলার মুক্তি পেতেই নেট দুনিয়া তোলপাড়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/cf5fd04d6ec622c04bd600dca8dbda5a97545.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুক্তি আসন্ন। আর তার আগে আজ মুক্তি পেল 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'-এর নতুন ট্রেলার (Radhe Shyam New Trailer)। ট্রেলার মুক্তি পেতেই নেট দুনিয়া তোলপাড়।
2/11
![এই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/cb1402e31df42625d2b6d581e633bb6be7548.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে (Pooja Hegde)।
3/11
![এদিন জুহুর পিভিআরে ট্রেলার লঞ্চ উপলক্ষে হাজির থাকেন অভিনেতা প্রভাস,। সঙ্গে ছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে এবং 'রাধে শ্যাম' ছবির আরও অনেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/e3168eaa92b6b2f8b1f94b77cc1cd9783654b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন জুহুর পিভিআরে ট্রেলার লঞ্চ উপলক্ষে হাজির থাকেন অভিনেতা প্রভাস,। সঙ্গে ছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে এবং 'রাধে শ্যাম' ছবির আরও অনেকে।
4/11
![এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এদিন ট্রেলার পোস্ট করে লেখেন, 'প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার মুক্তি পেল। 'রাধে শ্যাম' টিমকে অনেক শুভেচ্ছা। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল হিন্দিতে। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে ছবিটি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/66beafd0e7aae93e281a8da1e1be552a1d403.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এদিন ট্রেলার পোস্ট করে লেখেন, 'প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার মুক্তি পেল। 'রাধে শ্যাম' টিমকে অনেক শুভেচ্ছা। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল হিন্দিতে। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে ছবিটি।'
5/11
!['রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে 'রাহুবলী' খ্যাত প্রভাসকে। আর এর জন্য মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখার বুথ বসিয়েছেন নির্মাতারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/2e857d0459e6718c8203149173376d1a5107f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে 'রাহুবলী' খ্যাত প্রভাসকে। আর এর জন্য মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখার বুথ বসিয়েছেন নির্মাতারা।
6/11
![জানা গিয়েছে, বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন 'রাধে শ্যাম' নির্মাতারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/c2df4a6cb6fd33be15fd39d974dd90a50e4aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন 'রাধে শ্যাম' নির্মাতারা।
7/11
![দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলির সামনে ইতিমধ্যেই বসেছে বিনামূল্যে হাত দেখানোর বুথ। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/b20698356149ec46c0f3d8eae87cd3fc0cbe9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলির সামনে ইতিমধ্যেই বসেছে বিনামূল্যে হাত দেখানোর বুথ। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।
8/11
![বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/c85e07e954ea8dc952724c5002b907b193b77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছেন।
9/11
![জানা যাচ্ছে, 'রাধে শ্যাম' নির্মাতাদের এমন উদ্যোগে প্রতিদিন বড় সংখ্যক মানুষ এই অ্যাস্ট্রোলজি বুথে হাজির হচ্ছেন। প্রতিটা বুথের বাইরে লম্বা লাইনও চোখে পড়ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/a0927398989d4c5b18c56880bd56442be2854.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা যাচ্ছে, 'রাধে শ্যাম' নির্মাতাদের এমন উদ্যোগে প্রতিদিন বড় সংখ্যক মানুষ এই অ্যাস্ট্রোলজি বুথে হাজির হচ্ছেন। প্রতিটা বুথের বাইরে লম্বা লাইনও চোখে পড়ছে।
10/11
![এই ছবিতে 'বাহুবলী' খ্যাত প্রভাসকে দেখা যাবে একজন হস্তরেখাবিদ হিসেবে। অভিনেতার চরিত্রের সঙ্গে এখন থেকেই দর্শককে সংযুক্ত করার অভিনয় এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/d00b9ef11cc6eb3e39ddaf7d5360def836198.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবিতে 'বাহুবলী' খ্যাত প্রভাসকে দেখা যাবে একজন হস্তরেখাবিদ হিসেবে। অভিনেতার চরিত্রের সঙ্গে এখন থেকেই দর্শককে সংযুক্ত করার অভিনয় এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
11/11
![দর্শকেরা পর্দায় প্রথমবার প্রভাস ও পূজা হেগড়ের রসায়ন দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাধিক তাবড় তারকাকে। আগামী ১১ মার্চ সারা দেশে বিভিন্ন ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/6a072cd12d535ef10815b8e50e426b6d15170.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দর্শকেরা পর্দায় প্রথমবার প্রভাস ও পূজা হেগড়ের রসায়ন দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাধিক তাবড় তারকাকে। আগামী ১১ মার্চ সারা দেশে বিভিন্ন ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'।
Published at : 02 Mar 2022 08:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)