এক্সপ্লোর
'Pilkunj': হাজির 'পিলকুঞ্জ দিবস'! সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের একগুচ্ছ ছবি পোস্ট তৃণার
'Pilkunj': এক নতুন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক। মুক্তি পেল 'পিলকুঞ্জ'। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই সিরিজ, আশা নির্মাতারা।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ মুক্তি পেল অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'। মুখ্য চরিত্রে শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা।
2/10

এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় সিরিজের শ্যুটিং ফ্লোর থেকে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী তৃণা।
3/10

ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'যে দিনটির আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তা অবশেষে এসে গেছে... আজ 'পিলকুঞ্জ' দিবস। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম বন্ধুরা।' কমেন্টে শন লেখেন, 'পছন্দের স্মৃতি'।
4/10

কিছুদিন আগেই এই সিরিজের এক বিশেষ পদ্ধতিতে ট্রেলার লঞ্চ করা হয়। শহরের রাস্তা ধরে ছোটানো হয় 'ডোরা কাটা' হলুদ ট্যাক্সি।
5/10

সেই ট্যাক্সিতে সওয়ার হন ওয়েব সিরিজের পরিচালক, দুই মুখ্য অভিনেতা ও অভিনেত্রী এবং প্রযোজক। নজর কাড়ে সাধারণ মানুষের। থমকে যায় বাস, দাঁড়িয়ে পড়েন উৎসুক জনতা। ব্যাঘ্র সংরক্ষণ প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধিতে এই ট্যাক্সি চড়েই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানস্থলে পৌঁছন সকলে।
6/10

সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা।
7/10

'ডোন্ট লেট দ্য রোর ফেড অ্যাওয়ে। সেভ দ্য টাইগারস'। 'ডোন্ট স্ট্রাইক অফ দ্য স্ট্রাইপস। সেভ দ্য টাইগারস।' দুই বার্তা লেখা হয় ট্যাক্সির গায়ে। কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সির গায়ে বাঘের আদলে কালো ডোরা কেটে দেওয়া হয়।
8/10

গল্পের প্রেক্ষাপট উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেখানে বাঘের হাতে প্রায়শই নিহত হতে হয় গ্রামবাসীদের। কিন্তু সত্যিই কি এই সমস্ত ঘটনা নিছক কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে কোনও মারাত্মক পরিকল্পনা?
9/10

সেই রহস্য সমাধানেই, কলকাতা থেকে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। তিনি পরিচয় নেন একজন ফটোগ্রাফারের। এই চরিত্রে আছেন শন বন্দ্যোপাধ্যায়।
10/10

এই অভিযানে গ্রামে গিয়েই সিদ্ধার্থর আলাপ হয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের সঙ্গে। নাম বিদিতা। অভিনয়ে তৃণা। সিদ্ধার্থের সঙ্গে রহস্য সমাধানে জড়িয়ে পড়ে বিদিতাও।
Published at : 01 Sep 2023 09:28 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
