এক্সপ্লোর
'Alor Thikana': আলো ও অভির ভরা সংসার, তারই মধ্যে পরিবারে নতুন ক্রাইসিস, ৩০০ পর্বে পৌঁছল 'আলোর ঠিকানা'
Bengali Serial Update: সান বাংলার 'আলোর ঠিকানা'-র গল্প আলোকে নিয়ে গড়ে উঠেছে। এখন আলো আর অভি বিয়ে করে জমিয়ে সংসার করছে। কিন্তু এরই মাঝে চলছে পরিবারে নানারকম ক্রাইসিস। আলো কি পারবে সেই সব সামলাতে?
আলোর ঠিকানা
1/10

দেখতে দেখতে ৩০০ পর্ব ছুঁয়ে ফেলল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আলোর ঠিকানা'। স্বাভাবিকভাবে খুবই খুশি কলাকুশলীরা। সেটেই মহাসমারোহে পালিত হল এই মাইলস্টোন।
2/10

সেটের মধ্যেই মহা ধুমধাম করে কেক কেটে উদযাপিত হল এই ৩০০ পর্বে পদার্পণ। সারা দিন জুড়েই ছিল খুশির মেজাজ। শ্যুটিং চললেও তারই ফাঁকে ফাঁকে চলছিল উৎসবের আয়োজন।
Published at : 16 Jul 2023 07:07 PM (IST)
আরও দেখুন






















