এক্সপ্লোর
Ram Charan And Upasana Marriage Story: রাম চরণ-উপাসনার সুখী বৈবাহিক জীবনের রহস্য কী? নিজেই খোলসা করলেন সুপারস্টারের স্ত্রী
Ram Charan And Upasana kamineni: তেলেগু ছবির সুপারস্টার রামচরণ তেজা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন উপাসনা কামিনেনির। দম্পতির এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। ২০২৩ সালে জন্ম হয় রাম চরণ ও উপাসনার মেয়ের।
রাম চরণ তেজা ও উপাসনা কামিনেনি
1/9

সুখী দাম্পত্য জীবন। এখনের সময়ে দাঁড়িয়ে এই বিষয়টারই অভাব। চারিদিকে শুধুই শুনতে পাওয়া যায় বিচ্ছেদের কাহিনী। কিন্তু এরমধ্যেও তারকা দম্পতি রাম চরণ তেজা ও উপাসনা কামিনেনির গল্পটা কিন্তু একদম অন্যরকম।
2/9

তেলেগু ছবির সুপারস্টার রাম চরণ তেজা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন উপাসনা কামিনেনির। দম্পতির এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। ২০২৩ সালে জন্ম হয় রামচরন ও উপাসনার মেয়ের।
3/9

সোশ্য়াল মিডিয়ায় বরাবরই সক্রিয় উপাসনা। নিজের বিভিন্ন কাজের ছবি বা ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। সম্প্রতি নিজেদের বৈবাহিক জীবনের রহস্য ফাঁস করলেন রামচরনের স্ত্রী।
4/9

উপসনা এই বিষয়ে তাঁর মায়ের একটি আদেশ সবসময় মেনে চলেন। তিনি বলেন, ''আমার মা আমাকে বলেছিলেন যে প্রত্যেক সপ্তাহে একটা রাত প্রেমের রাত হওয়া উচিৎ যে কোনও দম্পতির। এঁর প্রয়োজনীয়তা আমরা এখন বুঝতে পারছি।''
5/9

উপাসনা আরও বলেন, ''আমরা যখন বাড়িতে থাকি, তখন অন্য় কোনও কিছুতে আমাদের মন থাকে না। ফোন, টিভি কোনওকিছুই আমাদের মাঝে আসতে দিতাম না।''
6/9

পেশায় উদ্যোগপতী উপাসনা আরও বলেন, ''আমাদের মধ্য়েও সমস্যা হয় অনেক সময়। কিন্তু আমরা কথা বলে তা মেটানোর চেষ্টা করি। আমাের মধ্যে প্রচুর কথা হয়। এই কমিউনিকেশনটা ভীষণ দরকার একটা সম্পর্কে।''
7/9

যে কোনও সুখী দম্পতির সুখী সম্পর্কের জন্য কমিউনিকেশনটা ভীষণ দরকার।
8/9

২০১২ সালে বিয়ে হয়েছিল রাম চরণ ও উপাসনার। দু জনেই ব্যক্তিগত জীবনে তাঁদের কেরিয়ারে বেশ সফল। তেলেগু ছবির সুপারস্টার রামচরন বলিউডেও বেশ কিছু কাজ করেছেন। উপাসনাও একজন সফল মহিলা উদ্যোগপতি।
9/9

উপাসনা ও রাম চরণের সফল সম্পর্কের যে পন্থা, তা কিন্তু যে কোনও বৈবাহিক দম্পতির জন্য উদাহরণ হতে পারে। নিজেদের ইগো, নিজেদের লোভ লালসা ত্যাগ করে সঙ্গীর সঙ্গে সময় কাটানো, যে কোনও সমস্যা হলে তা নিয়ে আলোচনা করাই একমাত্র সুখী দাম্পত্যের রাস্তা খুলে দিতে পারে।
Published at : 04 Oct 2025 08:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















