এক্সপ্লোর
Ram Charan And Upasana Marriage Story: রাম চরণ-উপাসনার সুখী বৈবাহিক জীবনের রহস্য কী? নিজেই খোলসা করলেন সুপারস্টারের স্ত্রী
Ram Charan And Upasana kamineni: তেলেগু ছবির সুপারস্টার রামচরণ তেজা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন উপাসনা কামিনেনির। দম্পতির এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। ২০২৩ সালে জন্ম হয় রাম চরণ ও উপাসনার মেয়ের।
রাম চরণ তেজা ও উপাসনা কামিনেনি
1/9

সুখী দাম্পত্য জীবন। এখনের সময়ে দাঁড়িয়ে এই বিষয়টারই অভাব। চারিদিকে শুধুই শুনতে পাওয়া যায় বিচ্ছেদের কাহিনী। কিন্তু এরমধ্যেও তারকা দম্পতি রাম চরণ তেজা ও উপাসনা কামিনেনির গল্পটা কিন্তু একদম অন্যরকম।
2/9

তেলেগু ছবির সুপারস্টার রাম চরণ তেজা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন উপাসনা কামিনেনির। দম্পতির এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। ২০২৩ সালে জন্ম হয় রামচরন ও উপাসনার মেয়ের।
Published at : 04 Oct 2025 08:35 PM (IST)
আরও দেখুন






















