আমাদের দেশ এখন অনেক ব্যাপারেই বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে। কিন্তু এমন অনেক কিছু বিষয় রয়েছে, যেগুলিতে মানসিকতা সেই আগেকার মতোই রয়েছে গিয়েছে। এর মধ্যে একটি হল বিয়ে। বিয়ের সঠিক বয়স নিয়ে এ দেশে ধারনা অনেক ক্ষেত্রে এখনও আগের মতোই রয়েছে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়েছেন বলিউডের অনেক তারকাই। আর তাঁরা সমাজের সামনে নয়া দৃষ্টান্ত তুলে ধরেছেন।
2/6
রানি মুখোপাধ্যায়- অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৩৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেছিলেন। ২০১৪-র ২১ এপ্রিল বিয়ে হয়েছিল রানি ও আদিত্যর।
3/6
প্রীতি জিন্টা- ব্যবসায়ী নেস ওয়াডিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর অভিনেত্রী প্রীতি জিন্টা ৪১ বছর বয়সে মার্কিন ফিনান্সিয়াল অ্যানালিস্ট জিন গুডএনাফকে বিয়ে করেছিলেন। ২০১৬-র ২৯ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়েছিল।
4/6
উর্মিলা মাতোন্ডকর-অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর ৪২ বছর বয়সে বিয়ে করেছিলেন। মডেল মীর মহসিন আখতারকে একান্ত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। উল্লেখ্য, উর্মিলার স্বামী তাঁর থেকে বয়সে ছোট।
5/6
সুহাসিনী সুলে- বলিউডের প্রখ্যাত চরিত্র অভিনেত্রী সুহাসিনী সুলে ৬০ বছরে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সুহাসিনী পেশায় চিকিৎসক অতুল গুর্টুকে ২০১১-র ১৬ জানুয়ারি বিয়ে করেছিলেন। ফেসবুকের মাধ্যমে দুজনের আলাপ হয়েছিল।
6/6
নীনা গুপ্তা-অভিনেত্রী নীনা গুপ্তা ৪১ বছর বয়সে বিয়ে করেছিলেন। নীনা দিল্লি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মিশ্রকে বিয়ে করেছিলেন। দুজনের আলাপ হয়েছিল বিমানে।