এক্সপ্লোর
Vijay-Rashmika: রশ্মিকার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিজয়, তবে কি প্রেমে বিচ্ছেদ? শুরু জল্পনা
Vijay Deverakonda unfollowed Rashmika Mandhana: রশ্মিকাকে নিজের সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়
তবে কি প্রেম ভেঙেছে বিজয় রশ্মিকার?
1/10

বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-র প্রেম এখন চর্চার বিষয়। এ নিয়ে তাঁরা নিজেরা মুখ না খুললেও, বলিউডে কান পাতলেই শোনা যায়, প্রেম করছেন নায়ক নায়িকা।
2/10

তবে সেই প্রেমে কি এবার ছেদ? সোশ্যাল মিডিয়া থেকে বিজয় আনফলো করেন দিলেন রশ্মিকা মন্দানাকে যা নিয়ে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন।
3/10

বছরের শুরুতেই বিজয় জানিয়েছিলেন, তিনি আর 'সিঙ্গল' নন, তখনই সবাই ভেবে নিয়েছিল রশ্মিকা মন্দানাকেই ইঙ্গিত করছেন তিনি। তবে সেই সময়ে নায়িকার নাম নেননি তিনি।
4/10

তবে এরপরে একাধিকবার রশ্মিকাকে দেখা গিয়েছে বিজয়ের পরিবারের সঙ্গে সময় কাটাতে। একসঙ্গে ডিনার ডেটেও গিয়েছিলেন তাঁরা।
5/10

সদ্য রশ্মিকার জন্মদিন কাটাতে একসঙ্গে সমুদ্রতটে গিয়েছিলেন বিজয়-রশ্মিকা। একই জায়গা থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা, তবে আলাদা আলাদা। একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি।
6/10

তবে অনুরাগীরা বিজয় ও রশ্মিকার প্রেমের আভাস পেতেন। তবে এমন কি হল যে বিজয় হঠাৎ আনফলো করে দিলেন রশ্মিকাকে?
7/10

আশার কথা, রশ্মিকা এখনও বিজয়কে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন। নায়িকার লিস্টে জ্বলজ্বল করছে বিজয়ের নাম।
8/10

বিজয় যে রশ্মিকাকে আনফলো করেছেন, এই খবর প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মন ভেঙেছে। প্রত্যেকের প্রশ্ন করেছেন যে কী হয়েছে তাঁদের মধ্যে?
9/10

তবে এই প্রশ্নের কোনও উত্তর দেননি বিজয় বা রশ্মিকা কেউ ই। অনুরাগীরা মনে করছেন, হতে পারে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছে। তাই এই সিদ্ধান্ত।
10/10

তবে অনুরাগীরা চান বিজয় ও রশ্মিকার মধ্যে কোনও সমস্যা হলেো তা ঠিক হয়ে যাক। তাঁরা যেন দুজনে থাকেন একসঙ্গেই।
Published at : 05 May 2025 07:26 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















