এক্সপ্লোর
অমিতাভ, আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার, ভালো কেরিয়ার গ্রাফ, তবু কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জিয়া খান?
1/7

অন্যদিকে মুখ খুলেন জিয়া খানের মা, যেন উঠে আসতে চাইছে আর এক মৃত্যু রহস্য।জিয়া খানের মা রাবিয়া আমিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে সূরজ পাঞ্চালিকে বাঁচানোর জন্য সলমান খান নিজের ক্ষমতার ব্যবহার করেছেন। বর্তমানে নেট বিশ্বে ভাইরাল এই ভিডিও।
2/7

রাবিয়া আরও বলেন, ''ক্ষমতা ও অর্থের অপব্যবহার করে যদি কোনও মৃত্যুর ঘটনাকে এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব। কার কাছে যাব? আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনার উঠে দাঁড়ান, লড়াই করুন, দরকারের রাস্তায় নেমে প্রতিবাদ জানান, বলিউডের এমন বিষাক্ত ব্যবহার এবার শেষ হয় উচিত।''
Published at :
আরও দেখুন





















