এক্সপ্লোর
অমিতাভ, আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার, ভালো কেরিয়ার গ্রাফ, তবু কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জিয়া খান?
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18162615/jia2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/7
![অন্যদিকে মুখ খুলেন জিয়া খানের মা, যেন উঠে আসতে চাইছে আর এক মৃত্যু রহস্য।জিয়া খানের মা রাবিয়া আমিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে সূরজ পাঞ্চালিকে বাঁচানোর জন্য সলমান খান নিজের ক্ষমতার ব্যবহার করেছেন। বর্তমানে নেট বিশ্বে ভাইরাল এই ভিডিও।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155145/jia7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে মুখ খুলেন জিয়া খানের মা, যেন উঠে আসতে চাইছে আর এক মৃত্যু রহস্য।জিয়া খানের মা রাবিয়া আমিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে সূরজ পাঞ্চালিকে বাঁচানোর জন্য সলমান খান নিজের ক্ষমতার ব্যবহার করেছেন। বর্তমানে নেট বিশ্বে ভাইরাল এই ভিডিও।
2/7
![রাবিয়া আরও বলেন, ''ক্ষমতা ও অর্থের অপব্যবহার করে যদি কোনও মৃত্যুর ঘটনাকে এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব। কার কাছে যাব? আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনার উঠে দাঁড়ান, লড়াই করুন, দরকারের রাস্তায় নেমে প্রতিবাদ জানান, বলিউডের এমন বিষাক্ত ব্যবহার এবার শেষ হয় উচিত।''](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155136/jia6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাবিয়া আরও বলেন, ''ক্ষমতা ও অর্থের অপব্যবহার করে যদি কোনও মৃত্যুর ঘটনাকে এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব। কার কাছে যাব? আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনার উঠে দাঁড়ান, লড়াই করুন, দরকারের রাস্তায় নেমে প্রতিবাদ জানান, বলিউডের এমন বিষাক্ত ব্যবহার এবার শেষ হয় উচিত।''
3/7
![ভিডিও-তে রাবিয়া খান বলেছেন, ''এবার বলিউড-কে সজাগ হতে হবে।বলিউডের এই 'দাদাগিরি'র অবসান হয় উচিত।এই 'দাদাগিরি' কাউকে মারার চাইতে কোনও অংশে কম কিছু না। আজ যা হচ্ছে, তা দেখে আমার ২০১৫-র কথা মনে পড়ে যাচ্ছে। লন্ডন থেকে এক সিবিআই অফিসার আমাকে ডেকে পাঠান। আমি তার সঙ্গে দেখা করতে গেলে বলেন, ''আপনি আসুন, আমার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি।' আমি সেখানে গেলে তিনি বলেন, ''সলমান খান আমাকে ফোন করেছিলেন। উনি প্রতিদিনই আমাকে ফোন করছেন আর বলছেন, উনি অনেক পয়সা খরচ করেছেন।দয়া করে এই ছেলেটাকে (সুরজ পাঞ্চালি) আর বিরক্ত করবেন না, ওকে আর জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন নেই।ওকে ছোঁয়ার কথাই ভুলে যান।এবার বলুন আমার কী করব ম্যাডাম।''তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই হতাশ। এই বিষয়টা আমি দিল্লির বর্ষীয়ান সিবিআই আধিকারিককেও জানাই, সেখানে এর বিরুদ্ধে নালিশ জানাই। ''](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155130/jia5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভিডিও-তে রাবিয়া খান বলেছেন, ''এবার বলিউড-কে সজাগ হতে হবে।বলিউডের এই 'দাদাগিরি'র অবসান হয় উচিত।এই 'দাদাগিরি' কাউকে মারার চাইতে কোনও অংশে কম কিছু না। আজ যা হচ্ছে, তা দেখে আমার ২০১৫-র কথা মনে পড়ে যাচ্ছে। লন্ডন থেকে এক সিবিআই অফিসার আমাকে ডেকে পাঠান। আমি তার সঙ্গে দেখা করতে গেলে বলেন, ''আপনি আসুন, আমার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি।' আমি সেখানে গেলে তিনি বলেন, ''সলমান খান আমাকে ফোন করেছিলেন। উনি প্রতিদিনই আমাকে ফোন করছেন আর বলছেন, উনি অনেক পয়সা খরচ করেছেন।দয়া করে এই ছেলেটাকে (সুরজ পাঞ্চালি) আর বিরক্ত করবেন না, ওকে আর জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন নেই।ওকে ছোঁয়ার কথাই ভুলে যান।এবার বলুন আমার কী করব ম্যাডাম।''তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই হতাশ। এই বিষয়টা আমি দিল্লির বর্ষীয়ান সিবিআই আধিকারিককেও জানাই, সেখানে এর বিরুদ্ধে নালিশ জানাই। ''
4/7
![জিয়ার মা এই ভিডিও-তে সবার আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন, আর তারপরেই তিনি বলেছেন বলিউডে এই 'দাদাগিরি'-র বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়া উচিত।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155125/jia4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জিয়ার মা এই ভিডিও-তে সবার আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন, আর তারপরেই তিনি বলেছেন বলিউডে এই 'দাদাগিরি'-র বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়া উচিত।
5/7
![যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড তখনই ফের নতুন করে জল্পনায় উঠে এলো আরেক বলি অভিনেত্রীর নাম - জিয়া খান। ২০১৩ সালে ঠিক ২৫ বছর বয়সে বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জিয়া।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155119/jia3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড তখনই ফের নতুন করে জল্পনায় উঠে এলো আরেক বলি অভিনেত্রীর নাম - জিয়া খান। ২০১৩ সালে ঠিক ২৫ বছর বয়সে বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জিয়া।
6/7
![২০১৩-য় জিয়া খানের আত্মহত্যা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। সেই সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সূরজের সন্তান এসেছিল জিয়ার গর্ভে। তাই নিয়ে নিত্য অশান্তি। সূরজ ক্রমাগত গর্ভপাতের জন্য চাপ দিতেন জিয়াকে। যা অভিনেত্রীর না পসন্দ্ ছিল। এ ছাড়াও, ফি-দিন মারধর, অত্যাচার, অকথ্য গালিগালাজ তো ছিলই।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155111/jia2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৩-য় জিয়া খানের আত্মহত্যা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। সেই সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সূরজের সন্তান এসেছিল জিয়ার গর্ভে। তাই নিয়ে নিত্য অশান্তি। সূরজ ক্রমাগত গর্ভপাতের জন্য চাপ দিতেন জিয়াকে। যা অভিনেত্রীর না পসন্দ্ ছিল। এ ছাড়াও, ফি-দিন মারধর, অত্যাচার, অকথ্য গালিগালাজ তো ছিলই।
7/7
![কি হয়েছিল জিয়ার সঙ্গে? অমিতাভ থেকে আমির, বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই অভিনেত্রী কেন বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18155104/jia1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কি হয়েছিল জিয়ার সঙ্গে? অমিতাভ থেকে আমির, বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই অভিনেত্রী কেন বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ?
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)