এক্সপ্লোর
Radhika Merchant: বিয়ের আগেই তিনি অম্বানি পরিবারের ভীষণ আদরের, কে এই রাধিকা মার্চেন্ট?
Who is Radhika Merchant: শোনা যায়, নাচের সূত্র ধরেই গাঢ় হয়েছে রাধিকা আর নীতার বন্ধুত্ব। রাধিকার বয়স এখন মাত্র ২৯ বছর।

নাচের সূত্র ধরেই গাঢ় হয়েছে রাধিকা আর নীতার বন্ধুত্ব। রাধিকার বয়স এখন মাত্র ২৯ বছর
1/10

তাঁর বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে হাজির হবেন গোটা পৃথিবীর তাবড় তাবড় সব ব্যক্তিত্বরা। অম্বানি পরিবারে হবু বধূ.. এটা তো তাঁর একটা পরিচয় বটেই। কিন্তু পাশাপাশি, কে এই রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)?
2/10

১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও শৈল মার্চেন্টের বড় মেয়ে রাধিকার জন্ম।
3/10

রাধিকা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি, রাধিকা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী।
4/10

রাধিকা ভরতনাট্যম নৃত্যশিল্পী। রাধিকা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি, রাধিকা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তাঁর আরঙ্গাত্রম-এর আয়োজন করেছিলেন খোদ অম্বানি পরিবার।
5/10

কী এই আরঙ্গাত্রম? যে কোনও ভরতনাট্যম শিল্পীর শিক্ষা শেষে, আত্মপ্রকাশের যে অনুষ্ঠান তাকেই বলা হয় আরঙ্গাত্রম। রাধিকার এই নাচের অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের প্রথম শ্রেণীর প্রায় সব তারকা। এছাড়াও রাজনীতি ও ক্রীড়া বিভাগের বিভিন্ন মানুষেরা।
6/10

এহেন রাধিকার সঙ্গেই মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্তর বাগদান হয়েছিল গত বছরের শুরুর দিকে। তবে রাধিকার সঙ্গে অম্বানি পরিবারের সম্পর্ক যে নতুন নয়, তার প্রমাণ ছিল ওই আরঙ্গাত্রম অনুষ্ঠানই
7/10

২০২৩ সালে অম্বানি পরিবারের অংশ হয়ে ওঠেন রাধিকা। তাঁর সঙ্গে বাগদান হয় অনন্তের। কিন্তু শোনা যায়, অনন্ত-রাধিকার গোপনে বাগদান হয়ে গিয়েছিল ২০১৯ সালেই। জানতেন না কেউই।
8/10

আর সেই কারণেই, বাগদানের আগেই হবু পুত্রবধূর জন্য মহাসমারোহে আরঙ্গাত্রম অনুষ্ঠানের আয়োজন করেছিল অম্বানি পরিবার। এরপরেও অম্বানি পরিবারের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন রাধিকা।
9/10

নীতা অম্বানি (Nita Ambani)-নিয়েও একজন নৃত্যশিল্পী।শোনা যায়, হবু পুত্রবধূ রাধিকার সঙ্গে নীতা অম্বানির সম্পর্ক নাকি খুব ভাল। ক্যামেরাতেও ধরা পড়ে সেই রসায়ন।
10/10

হবু ননদ ঈশার সঙ্গেও নাকি রাধিকার সম্পর্ক বেশ ভাল। অম্বানি পরিবারের সমস্ত অনুষ্ঠানেই হাজির থাকেন রাধিকা। শোনা যায়, নাচের সূত্র ধরেই গাঢ় হয়েছে রাধিকা আর নীতার বন্ধুত্ব। রাধিকার বয়স এখন মাত্র ২৯ বছর।
Published at : 22 Feb 2024 10:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
