এক্সপ্লোর
Year Ender 2023: বিজয় বর্মা, আলিয়া থেকে মনোজ বাজপেয়ী, ২০২৩-এ হিন্দি ওটিটির দুনিয়া কাঁপিয়েছেন কারা ?
Flashback 2023: ওটিটির কদর যেন ক্রমেই বেড়ে চলেছে। বলিউডে ওটিটির দুনিয়ায় ছাপ রেখেছেন বিজয় বর্মা, আরশাদ ওয়ারসি, আলিয়া ভট্টরা। ফিরে দেখা বছরের ওটিটির রাজা-রানিদের দেখে নিন।
ছবি- পিটিআই
1/8

প্রথমেই উঠে আসে অর্জুন মাথুরের নাম। আগে সেভাবে কোনও ছবিতে ছাপ ফেলতে না পারলেও 'মেড ইন হেভেন ২'-তে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন অর্জুন। তাঁর চরিত্রের বহুমুখী স্তর এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা দর্শকদের মন কেড়েছে। ছবি - PTI
2/8

দ্বিতীয় স্থানে আছেন বিজয় বর্মা। বলাই বাহুল্য সোনাক্ষী সিন্হা অভিনীত 'দহার' ছবিতে সোনাক্ষীর পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছেন বিজয়। এর আগে 'মির্জাপুর'-এর সিজন ২-এও দেখা গিয়েছিল তাঁকে। 'দহার'-এ তাঁর অভিনয় অনেকেরই রাতের ঘুম কেড়ে নেবে। ছবি - PTI
Published at : 20 Dec 2023 06:27 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















