এক্সপ্লোর
Mahalaya Special: মহালয়ায় আসছে 'নব রূপে দেবী দুর্গা', মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, রয়েছেন আর কে কে?
Mahalaya 2024: জি বাংলার তরফে এবার মহালয়ার বিশেষ উপস্থাপনা 'নব রূপে দেবী দুর্গা'।
মহালয়া ২০২৪
1/10

জি বাংলার তরফে এবার মহালয়ার বিশেষ উপস্থাপনা 'নব রূপে দেবী দুর্গা'। ২ অক্টোবর ভোর ৫টায় দেখানো হবে এই অনুষ্ঠান।
2/10

১ ঘণ্টা ধরে বর্ণিত হবে দেবী দুর্গার অসুর বধ ও দুর্গতি নাশের কাহিনি। গত বছরের মতো এবারও মহামায়া ও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
3/10

তবে দেবীর আরও ৯ রূপের উল্লেখ থাকবে 'নব রূপে দেবী দুর্গা'য়। শৈলপুত্রীর চরিত্রে দেখা যাবে ঋষিতা নন্দিকে।
4/10

ব্রহ্মচারিণীর চরিত্রে অনুষ্ঠানে দেখা মিলবে অঙ্কিতা মল্লিকের। সেই সঙ্গে চন্দ্রঘণ্টা রূপে দেখা যাবে মোহনা মাইতিকে।
5/10

নয় রূপের প্রত্যেকটির নেপথ্য কাহিনি তুলে ধরা হবে অনুষ্ঠানে যা অবশেষে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে নিষ্পত্তি লাভ করবে।
6/10

অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে দেখা যাবে কুশমণ্ডা রূপে। স্কন্দমাতার রূপে অভিনয় করবেন শ্বেতা ভট্টাচার্য।
7/10

কাত্যায়নির চরিত্রে দেখা যাবে পল্লবী শর্মাকে। স্বীকৃতি মজুমদার আসবে মহাগৌরী রূপে এবং ডোনা ভৌমিককে দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে।
8/10

এছাড়াও একাধিক নানা চরিত্রের মধ্যে রয়েছেন কার্তিক রূপে আরুষ, মহাদেব রূপে অভিষেক বসু, মহিষাসুর রূপে অর্ণব চক্রবর্তী।
9/10

পাশাপাশি পার্বতী রূপে দেখা যাবে শার্লি মোদক, সরস্বতীর রূপে দেখা যাবে ঋতু পাইনকে, এবং মা লক্ষ্মীর রূপে দেখা দেবেন সোমু সরকার।
10/10

দুষ্টের দমন করতে, শিষ্টের পালন করতে, অশুভ শক্তির বিনাশ ঘটাতে প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিন দর্শকদের বিনোদনের জন্য তৈরি এই অনুষ্ঠান।
Published at : 30 Sep 2024 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















