শ্যুটিং শেষে একসঙ্গে ছবি তোলা বা খাওয়া-দাওয়াও এখন প্রায় বন্ধ। একটি ফটোশ্যুটে হাজির থাকছেন যথাসম্ভব কম কর্মী।
3/7
শ্যুটিংটিতে ক্যামেরার পিছনে ছিলেন শুভদীপ ধর। স্টুডিও-এ স্যানিটাইজ করা হচ্ছে প্রতিবার শ্যুটের পর, সঙ্গে সরঞ্জামও। জানালেন তিনি।
4/7
'কাজ চালিয়ে যেতেই হবে, তাই করছি', বললেন তনুশ্রী। ' সরাসরি বক্স থেকে মেকআপ ব্যবহার না করে, প্যালেটে ঢেলে নেওয়া হচ্ছে। একটা ব্রাশ ব্যবহারের পরই অ্যালকোহলে ডুবিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে ', জানালেন মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার।
5/7
'মাস্ক পরে তো শট দেওয়া যায় না, তাই টেনশন তো থাকবেই', বলছিলেন তনুশ্রী। তাই একেবারে চেনা-পরিচিত ইউনিট ছাড়া কাজ করছেন না তিনি।
6/7
তনুশ্রীর মেক আপের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ চাকলাদার। 'কাজের চ্যালেঞ্জ আছে, মজাটা উধাও', মানলেন তিনিও। মেকআপ করার সময় পরে আছেন অ্যাপ্রন, মাস্ক, ফেস শিল্ড। সহকারীর সংখ্যাও কমিয়ে ফেলেছেন।
7/7
শ্যুটিং-এ আনন্দের দিন গেছে। হইহুল্লোড় আর নেই। নেই হাসি-ঠাট্টা, কাজের মাঝেআড্ডা। এখন শুধু নিয়মমাফিক কাজ। আপাদমস্তক করোনা-সুরক্ষার বর্ম পরে ভয়ে ভয়ে শেষ করা কাজ। বলছিলেন অভিনেত্রী তনুশ্রী। সম্প্রতি কোভিড পরিস্থিতির মধ্যেই করলেন ফটোশ্যুট।