চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। তিনি ৫২ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি ও ছক্কা।
4/9
কর্ণ শর্মার বলে ওয়াশিংটন সুন্দর লন্বা ছক্কা হাঁকান। বল সোজা উড়ে আসছিল আরসিবি-র ড্রেসিং রুমের দিকে। নিজের দিকে বল আসতে দেখে চাহলকে দৌড়ে আড়াল খুঁজতে দেখা যায়।
5/9
বিরাটের এই শানদার ব্যাটিংয়ে কার্যত মুগ্ধ হয়ে যান অনুষ্কা। স্ট্যান্ড থেকে অবিরাম হাততালি দেন বিরাট-ঘরণী।
গত অগাস্টে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার মা হতে চলার খবরটি শেয়ার করেন বিরাট।
9/9
তারপর থেকেই সকলের নজর এই পাওয়ার কাপলের উপর। বিরাটের ব্যর্থতার জন্য অনেক সময়ই সমালোচকদের মুখে অনুষ্কার নাম চলে আসে। সম্প্রতি গাওস্করের করা একটি মন্তব্যও এমনই ছিল। তাতে মোক্ষম জবাব দেন অনুষ্কাও। এবার বিরুষ্কা-ভক্তদের দাবি, বিরাটের সাফল্যের ক্রেডিট অনুষ্কাকে দেওয়া হোক তবে!