এক্সপ্লোর
কোজাগরী লক্ষ্মী পুজো কাল না পরশু? তিথি কতক্ষণ?
1/6

‘কোজাগর ’অর্থাৎ‘কে জেগে আছে’। আশ্বিনের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীদেবীর আরাধনা করতে রাত জাগার বিধান রয়েছে। তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয়। “ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। নইলে কেন জাগে কোজাগরে।”
2/6

লক্ষ্মীদেবীর প্রার্থনা মন্ত্র: নমামিসর্ব্বভূতানাংবরদাসিহরিপ্রিয়ে। যাগতিস্ত্বৎপ্রপন্নানংসামেভূয়াৎত্বদর্চ্চণাৎ।। লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র: ওঁ বিশ্বরূপস্যভার্য্যাসিপদ্মেপদ্মালয়েশুভে। সর্ব্বত: পাহিমাংদেহিমহালক্ষ্মীনমোহস্তুতে।।
Published at :
আরও দেখুন






















