এক্সপ্লোর
Easy Snacks: ভাত খেতে অরুচি ? সন্ধ্যায় এই স্ন্যাক্সগুলি বানিয়েই মন জয় করুন সবার
Easy Snacks: রাইসের এই স্ন্যাক্সগুলি বানিয়ে পরিবেশন করুন। সকলকে তাক লাগিয়ে দিন।

ভাত খেতে অরুচি ? সন্ধ্যায় এই স্ন্যাক্সগুলি বানিয়েই মন জয় করুন সবার
1/10

রাইস পপস-এর জুড়ি মেলা ভার। এক্ষেত্রে আপনাকে ফ্রায়েড রাইস, কাঁচা লঙ্কা, কারি পাতা প্রয়োজন হবে। এটা ডিপ ফ্রাই করে চিকেন বলের মতোই কাঠি বসিয়ে পরিবেশন করতে পারেন।
2/10

টিকিয়া খেতে কার না ভাল লাগে, তবে অনেকক্ষেত্রেই অতিরিক্ত ফ্যাটের কথা ভেবে সেটা এড়িয়ে যায় কিছু মানুষ। যদিও সেদিক থেকে রাইস টিকিয়া হলে উৎসাহিত হবেন অনেকেই।
3/10

চালের গুড়ো দিয়ে বড়া বানিয়েও সুস্বাদু স্ন্যাক্স বানানো সম্ভব। এক্ষেত্রে সামান্য হিং, কারি পাতা, আদা-রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে এই রেসিপি করা সম্ভব।
4/10

সন্ধ্যার আসর জমাতে চিজ রাইস বলও কম ওস্তাদ নয়। ধনে পাতা দিয়ে তৈরি করলে সাধারণত এই চিজ রাইস বল আরও সুস্বাদু হয়।
5/10

ফ্রায়েড রাইস বাড়তি থাকলে, টকদই, অল্প ফ্লাওয়ার মিশিয়ে সুস্বাদু রাইস বল বানানো জানানো সম্ভব। বাদাম দিলে আরও বেশি ক্রিসপি হয়।
6/10

রাইস মুঠিয়া বানাতে মেথি, ময়দা লাগে। রাইসের এই পদটাও বেশ আকর্ষণীয়।
7/10

রাইস প্যানকেকও খেতে খুবই সুস্বাদু। ক্ষীর, মিষ্টি মিশিয়ে রাইস প্যানকেকও ডিনার জমিয়ে তুলতে সম্ভব।
8/10

আপনি রাইস মোমোও বানাতে পারেন। মুচমুচে বানাতে চিপসের গুড়ো ব্যবহার করতে পারেন।
9/10

মূলত রান্না করা ভাত, গলে যাওয়া আলু, গরম মশলা, গাজর, পেঁয়াজ দিয়ে সহজেই এই রাইস টিকিয়া বানানো সম্ভব।
10/10

তবে রাইসের এই আইটেমটিও বেশ জনপ্রিয়। অনেকে এই আইটেমটিতে সয়া সস ব্যবহার করেন। এক্ষেত্রেও রান্না করা ভাত ব্যবহার করা হয়। ভাজা আলুর সঙ্গে এটা আসর জমায়।
Published at : 04 Sep 2023 04:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
