এক্সপ্লোর
Weight Loss: ভুঁড়ি কমিয়ে ফের তন্বী করবে আপনাকে, ওজন কমাতে অব্যর্থ এই কালো বীজ
Black Seasme Seed Benefits: দেখতে আকারে ছোট্ট হলেও এই কালো বীজ নিমেষে আপনার ওজন কমিয়ে দেবে। এই বীজ পাচনতন্ত্রের উপকার করে।
কালো তিলের জাদুতে কমবে ওজন, কমবে পেটের মেদ
1/9

অফিসে বসে বসে কাজ করে পেটের চর্বি বেড়ে গিয়েছে, ওজনও বেড়ে যাচ্ছে ক্রমশ ? দুশ্চিন্তা কমাতে পারে এই কালো বীজ।
2/9

কোনও শারীরিক কসরত ছাড়া, কোনও দামি সাপ্লিমেন্ট ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওজন কমাতে পারেন এভাবে।
3/9

দেখতে আকারে ছোট্ট হলেও এই কালো বীজ নিমেষে আপনার ওজন কমিয়ে দেবে। এই বীজ পাচনতন্ত্রের উপকার করে।
4/9

কালো তিল নিয়মিত সেবন করলে অদ্রবণীয় ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। এই কালো তিল চর্বির বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে।
5/9

এর ফলে কালো তিলের সহায়তায় ফ্যাট বার্ন হয় শরীরে। আপনার যদি গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলে কালো তিল এর উপশম ঘটাবে।
6/9

এই বীজ শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করবে। সকালে খালি পেটে এক চা চামচ ভাজা কালো তিল চিবিয়ে খেতে পারেন।
7/9

অথবা এক চা চামচ তিল সারা রাত জলে ভিজিয়ে সকালে উঠে সেই জল খেতে পারেন। কিংবা এক চা চামচ তিল মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন আপনি।
8/9

গর্ভবতী মহিলারা অথবা কোনও ব্যক্তি যদি কোনও বিশেষ ওষুধ খেয়ে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কালো তিল এভাবে খাওয়া ঠিক নয়।
9/9

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 14 May 2025 09:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















