এক্সপ্লোর
Chia Seed: এভাবে খান চিয়া সিডস, হাতেনাতে মিলবে ফল! বাড়বে জেল্লা, কমবে ওজন
Chia Seed Recipe: অনেকে শুধু জলে ভিজিয়ে রাখেন চিয়া সিড। সেভাবে খান অনেকেই। চেখে দেখতে পারেন এই রেসিপিও।

প্রতীকী চিত্র
1/10

চিয়া সিড-কে এখন সুপার ফুড বলা হয়ে থাকে। বহু উপকার রয়েছে এই চিয়া বীজে।
2/10

পুষ্টিগুণে ঠাসা চিয়া সিড। একাধিক প্রয়োজনীয় পুষ্টিপদার্থ রয়েছে এই বীজে।
3/10

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবারে ভর্তি চিয়া সিড। তারই সঙ্গে রয়েছে প্রোটিনও।
4/10

সকালে চিয়া সিড খেলে ওজন কমে। আরও উপকার মেলে। কিন্তু কীভাবে খাবেন চিয়া? কীভাবে ব্রেকফাস্টে ঢোকাবেন?
5/10

চিয়া পুডিং: ৩ টেবিল চামচ চিয়া সিড নিন। ১ কাপ আমন্ড মিল্ক। ইচ্ছেমতো মিষ্টি দিন। এবার অল্প মধু মিশিয়ে একসঙ্গে সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে এর সঙ্গে ফল, বাদাম মিশিয়ে খেতে পারেন
6/10

চিয়া স্মুদি: যে স্মুদি আপনার পছন্দ সেটাই খেতে পারেন। পালং, কলা, বেরি বা আমন্ড মিল্কের স্মুদি খেলে তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ চিয়া বীজ
7/10

চিয়া ওটমিল: সকালে ওটমিল যদি খেয়ে থাকেন, তাহলে তাতে মিশিয়ে দিতে পারেন ১ চামচ চিয়া বীজ।
8/10

ফাইবার সমৃদ্ধ হওয়ায়, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায়, হজমশক্তি ভাল করতে সাহায্য করে চিয়া বীজ।
9/10

চিয়া এনার্জি বার: ১ কাপ ওট, হাফ কাপ পিনাট বাটার, এক কাপের চার ভাগের ১ ভাগ মধু, ২ টেবিল চামচ চিয়া বীজ মিশিয়ে ওই মিশ্রণ একটি বেকিং ডিশে রেখে কয়েকঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি চিয়া এনার্জি বার।
10/10

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 11 Jul 2024 04:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
