এক্সপ্লোর
Coronavirus : ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও
Covid variant JN.1 Update : এবার করোনার এক নতুন সাব ভ্যারিয়েন্টেরসন্ধান মিলেছে। কোভিডের জেএন.১।

ফিরছে মাস্কের দিন? ( পিক্স্যাবে )
1/10

ফের ফিরল করোনা। কতটা ভয়ঙ্করতা নিয়ে ? কতটাই বা সংক্রামক এই সাব ভ্যারিয়েন্ট। সেই উত্তর দেবে সময়। তবে রবিবারই সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হল।
2/10

জানা যাচ্ছে, এবার করোনার এক নতুন সাব ভ্যারিয়েন্টেরসন্ধান মিলেছে। কোভিডের জেএন.১। কেরলেই এর সন্ধান মিলেছে। তবে এখনই এ নিয়ে আতঙ্কিত হতে বারণ করছে কেন্দ্র। তবে সতর্ক থাকতে অনুরোধ সবাইকেই।
3/10

শুধু ভারতের দু-এক রাজ্যে নয়, বিভিন্ন দেশেই ফের দেখা যাচ্ছে কোভিডের সংক্রমণ। তাই এনিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
4/10

বড়দিন মানেই বহু মানুষের জমায়েত। তাই এসব জায়গা থেকে সংক্রমণ ছড়ায় বেশি। ভারতের ওমিক্রন সংক্রমণের সময়টা কেউ ভুলে যাননি নিশ্চয়ই।
5/10

রবিবার ভারতে যে করোনা আক্রান্তদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজনই কেরলের । আর এক কোভিড আক্রান্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা।
6/10

দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন গত ২৪ ঘণ্টার মধ্যে। বর্তমান পরিসংখ্যান বলছে, সারা দেশে করোনা রোগীর সংখ্যা ১,৭০১ জন।
7/10

ভারতে করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্টের অস্তিত্ব একজনের শরীরেই মিলেছে। তবে এই সাব ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী তা এখনও জানা যায়নি।
8/10

প্রতিবেশী দেশ চিনে জেএন.১ কপালে ভাঁজ ফেলেছে ডাক্তারদের। সাত জনের শরীরে মিলেছে এই সাব-ভ্যারিয়েন্ট। তবে ভারতে কেরলে একজনের শরীরেই মিলেছে এর হদিশ।
9/10

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি সিঙ্গাপুরে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। এই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।
10/10

করোনা আক্রান্তের বাড়বাড়ন্তের পরে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জনাকীর্ণ জায়গায়, বিশেষত বাড়ির ভিতরে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। যাত্রীদের বিমানবন্দরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
Published at : 18 Dec 2023 03:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
