এক্সপ্লোর
Coronavirus : ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও
Covid variant JN.1 Update : এবার করোনার এক নতুন সাব ভ্যারিয়েন্টেরসন্ধান মিলেছে। কোভিডের জেএন.১।
ফিরছে মাস্কের দিন? ( পিক্স্যাবে )
1/10

ফের ফিরল করোনা। কতটা ভয়ঙ্করতা নিয়ে ? কতটাই বা সংক্রামক এই সাব ভ্যারিয়েন্ট। সেই উত্তর দেবে সময়। তবে রবিবারই সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হল।
2/10

জানা যাচ্ছে, এবার করোনার এক নতুন সাব ভ্যারিয়েন্টেরসন্ধান মিলেছে। কোভিডের জেএন.১। কেরলেই এর সন্ধান মিলেছে। তবে এখনই এ নিয়ে আতঙ্কিত হতে বারণ করছে কেন্দ্র। তবে সতর্ক থাকতে অনুরোধ সবাইকেই।
Published at : 18 Dec 2023 03:42 PM (IST)
আরও দেখুন






















