এক্সপ্লোর
Dahi Bhalla Chaat Recipe: মাত্র ১০ মিনিটে বাড়িতেই দইবড়া! দেখে নিন সহজ রেসিপি
Easy Recipes: দইবড়ার সহজ রেসিপি, বানিয়ে ফেলুন বাড়িতেই।

ছবি: ফ্রিপিক।
1/10

বর্ষার মরসুমে চাট কার না ভাল লাগে! কিন্তু জল-কাদা ভেঙে রসনাতৃপ্তি পোষায় না। তবে চিন্তা নেই। এ বার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দইবড়া চাট।
2/10

শুনেই আঁতকে উঠবেন না। মাত্র ১০ মিনিট সময় লাগবে দইবড়া চাট বানাতে। কিন্তু স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁর দইবড়াকেও। দেখে নিন সহজ রেসিপি।
3/10

উপকরণ: কলাইয়ের বা বিউলির ডাল, টকদই, বিটনুন, তেল, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, ধনেপাতা, বাদাম, ঝুরিভাজা, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো।
4/10

আগের দিন রাতে ডাল ভিজিয়ে রাখুন। পরদিন মিহি করে বেটে নিলেই হবে। এ বার অল্প লবণ দিয়ে বেসনের মতে ভাল করে ফেটিয়ে নিন।
5/10

এ বার কড়াইয়ে তেল গরম করে বড়া ভেজে নিন। কড়া করে নয়, হালকা ভাজতে হবে। কড়াই থেকে তুলে জলে ভিজিয়ে দিন।
6/10

অন্য একটি পাত্রে টকদই এবং বিটনুন ভাল করে ফেটিয়ে নিন। এ বার জলে ভেজানো বড়া তুলতে শুরু করুন।
7/10

একটি প্লেটে বড়াগুলি এক এক করে সাজিয়ে নিন। এ বার তার উপর দই ঢালুন। দেখবেন, বড়াগুলি যেন দইয়ে ডুবে যায়।
8/10

এ বার তার উপর তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি ছড়িয়ে দিন। ছড়িয়ে দিন ভেজে রাখা জিরে গুঁড়ো, লঙ্কারগুঁড়ো।
9/10

দইবড়ার উপর ছড়িয়ে দিতে পারেন বাদাম, ঝুরিভাজাও। দেখতে একেবারে রেস্তরাঁর মতোই হবে। আর স্বাদও হবে অনবদ্য।
10/10

বর্ষার দিনে তো বটেই, গরমেও বিকেলে বা সন্ধেয় বানিয়ে ফেলতে পারেন দইবড়া। কম সময়ে বাড়িতেই চাটের রসনাতৃপ্তি হবে। জুটবে প্রশংসাও।
Published at : 04 Aug 2022 03:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
