এক্সপ্লোর
Dark Circle Problem: ঘরোয়া উপায়ে খুব সহজে কীভাবে দূর করবেন চোখের নীচের কালচে দাগছোপ ?
Dark Circle Removal Tips: বিভিন্ন কারণে আমাদের ডার্ক সার্কেল হয়। এই সমস্যা কমাতে চাইলে ঘরোয়া টোটকার পাশাপাশি জীবনযাত্রাতেও কিছু পরিবর্তন প্রয়োজন।

ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। ঘুমের ঘাটতি ডার্ক সার্কেলের অন্যতম কারণ। অতবে চোখের নীচের কালি দূর করতে চাইলে রোজ পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত স্ট্রেসের কারণে চোখের তলায় কালচে দাগ বসে যায়। তাই স্ট্রেস কমাতেই হবে জীবন থেকে। প্রয়োজনে সাহায্য নিন বিশেষজ্ঞ চিকিৎসকের।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। দীর্ঘক্ষণ যাঁদের কম্পিউটার স্ক্রিন কিংবা ফোন দেখার অভ্যাস রয়েছে তাঁদের চোখে একাধিক সমস্যা দেওয়ার পাশাপাশি ডার্ক সার্কেলের সমস্যাও হতে পারে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। তাই অন্ধকারে ঘরে স্ক্রিন দেখবেন না। তা সে টিভি হোক কিংবা মোবাইল, বা ল্যাপটপ। তাহলে সমস্যা বাড়বে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেল দূর করার জন্য নিয়মিত চোখের তলায় ক্রিম ব্যবহার করতে হবে। রাতে ঘুমের আগে এই ক্রিম ব্যবহার করা সবচেয়ে ভাল।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল দিয়ে নিয়মিত চোখের নীচের অংশে ম্যাসাজ করতে পারলে ধীরে ধীরে আবছা হবে ডার্ক সার্কেল।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের চোখের নীচে কালির পরিমাণ অনেকটা বেশি তাঁরা নিয়মিত ঠান্ডা জলে তুলো ভিজিয়ে চোখের চারপাশে আলতো হাতে ম্যাসাজ করুন। উপকার পাবেন।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেল ফিকে করতে দারুণ ভাবে সাহায্য করে গোলাপ জল। তাই দিনে একবার অন্তত চোখের নীচের গোলাপ জল ব্যবহার করুন।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে ঘরোয়া টোটকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলুদ। এর সঙ্গে পারলে মিশিয়ে নিন সামান্য দুধের সর। এই মিশ্রণ ফিকে করবে ডার্ক সার্কেল।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। চোখের উপর গোল করে শসা কেটে দিয়ে রাখলে আরাম যেমন পাবেন, তেমনই ডার্ক সার্কেলও আসতে আসতে কমতে থাকবে।
Published at : 12 Jan 2025 02:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
