এক্সপ্লোর
Dhanteras: ধনতেরসের কোন সময়ে সোনা-রুপো কিনলে লক্ষ্মীলাভ? কিনবেন না কোন কোন পণ্য?
Dhanteras 2022: ২৩ অক্টোবর রবিবার ধনতেরাস উৎসব পালিত হবে। এমনটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন সোনা, রৌপ্য এবং বাসনপত্র কিনলে সারা বছর বাড়িতে সমৃদ্ধি বজায় থাকে।
ধনতেরাসে ধন দেবতা কুবের এবং ধন্বন্তরীর পুজো করা হয়
1/7

ধনতেরাসের দিন মানুষ নতুন জিনিস কেনে। এই উত্সবটিকে দীপাবলির প্রথম এবং প্রধান উত্সব হিসাবে বিবেচনা করা হয়। ধনতেরাসকে সমৃদ্ধি ও সম্পদের উৎসব হিসেবেও বিবেচনা করা হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই বছর ২৩ অক্টোবর রবিবার ধনতেরাস উৎসব পালিত হবে।
2/7

এমনটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন সোনা, রৌপ্য এবং বাসনপত্র কিনলে সারা বছর বাড়িতে সমৃদ্ধি বজায় থাকে। তবে এমনও বিশ্বাস আছে যে ধনতেরাসের দিন কিছু জিনিস ভুলেও কেনা উচিত নয়। আজকে আসুন আমরা সেই বিষয়গুলি সম্পর্কে আপনাকে বলব।
Published at : 17 Oct 2022 09:21 PM (IST)
আরও দেখুন






















