এক্সপ্লোর
Advertisement

Diamond Beach: সমুদ্রের পাড়ে ছড়িয়ে রয়েছে ডায়মন্ড! চোখ ধাঁধানো রূপ এই সৈকতের

agnieszka-mordaunt-cVB15-0pvto-unsplash
1/7

এই পৃথিবীতে কত কী আছে, যা আজও আমাদের জানা নেই। এতদিন জীন এসেছি কয়লার মধ্যেই নাকি হিরে পাওয়া যায়। এবার যদি জানা যায় হিরে মেলে সমুদ্রের পাড়েও, এতে তো চোখ কপালে উঠবেই।
2/7

সমুদ্র সৈকতটিও দেখতে একেবারে ভিন্ন। বালির রঙ কুচকুচে কালো। যেন কয়লারই বিচ। আর গোটা সৈকতজুড়ে রয়েছে হিরে! নাহ। ঠিক হিরে নয়। তবে ভ্রমে তা মনে হতেই পারে।
3/7

এই ডায়মন্ড বিচ হল কালো বালির এক সৈকত যা আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে জোকুলসারলন হিমবাহের কাছে অবস্থিত। প্রকৃতি প্রেমী ও ফটোগ্রাফারদের কাছে এই বিচ ভ্রমণ তালিকায় থাকবেই।
4/7

শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য্যে এই বিরলদের মধ্যে রয়েছে। আইসল্যান্ডের সেরা ভ্রমণের স্থানগুলির মধ্যে এটিও একটি।
5/7

সমুদ্রতটে যা হিরের মতো টুকরো দেখা যায় তা আসলে হিমবাহগুলির অংশ। এবং এই স্থানটি তাই চিরপরিবর্তনশীল।
6/7

হিমবাগগুলি গলে আটলান্টিক মহাসাগরের এই কালো সৈকতে এসে হিরের মতোই দেখতে লাগে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই সৈকতের রূপ যেন আরও স্বর্গীয় লাগে।
7/7

ভ্রমণপিপাসুদের জন্য এটি অত্যন্ত নিরাপদ জায়গা। তবে এই বিচ থেকে হিমবাহে ওঠার চেষ্টা না করাই ভাল। শীতকালে এই এলাকায় ঘুরতে এলে অবশ্য এই দৃশ্য নাও দেখতে পারেন।
Published at : 24 Mar 2022 07:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement
ট্রেন্ডিং
