এক্সপ্লোর
Self Help: বিপদে পাশে দাঁড়িয়েও মিলছে না গুরুত্ব! নিজেকে সস্তা করে দেবেন না
Relationship Tips: সাহায্য ততটাই করুন, যতটা প্রয়োজন সামনের জনের। নিজে হামলে পড়তে যাবেন না।
ছবি: পিক্সাবে।
1/10

বিপদে আপদে পাশে থাকাই বন্ধুত্বের পরিচয়। যে কোনও উপায়ে প্রিয়জনের পাশে থাকাই লক্ষ্য হয় আমাদের। কিন্তু অনেক সময় একটু বাড়াবাড়িই করে ফেলি আমরা। তাতে কখনও কখনও নিজের ইচ্ছে চাপিয়ে দিই অন্যের উপর।
2/10

এতে আসলে হিতে বিপরীত হয়। সামনের জন আমাদের এই বাড়াবাড়িতে দমবন্ধ বোধ করেন। আমরা নিজেরাও শান্তিতে থাকি না। সারাক্ষণ চিন্তা তাড়া করে বেড়ায়। আবার সামনের জন প্রতিক্রিয়া জানালে আহতও হই। তাই কোথায় স্বাভাবিক এবং বাড়াবাড়ির মধ্যে পার্থক্য জানা জরুরি।
Published at : 07 Jun 2023 02:45 PM (IST)
আরও দেখুন






















