এক্সপ্লোর
Home Isolation: হোম আইসোলেশনে আছেন? সঙ্গে থাকুক কোভিড কিট
ফাইল ছবি
1/10

দেশজুড়ে ভয়ের ছবি দেখাচ্ছে করোনা। নিভছে না শ্মশানের আগুন। কোথাও আবার অক্সিজেন সঙ্কট। হাসপাতালে বেড না পেয়ে বাইরেই অপেক্ষারত আক্রান্তরা। আবার অন্য ছবিও আছে, দেশে বাড়ছে সুস্থতার সংখ্যাও। বাড়িতে থেকে চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। চিকিৎসকদের একাংশ পরামর্শ দিচ্ছেন খুব প্রয়োজন না হলেই বাড়িতে থেকেই করোনার সঙ্গে মোকাবিলা সম্ভব।
2/10

তবে বাড়িতে থাকার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। রিপোর্ট পজিটিভ আসার পর তা মেনে চলা বাধ্যতামূলক। হোম আইসোলেশনে থাকাকালীন সঙ্গে রাখতে হবে একটি কিট। যেখানে থাকবে, সেই সময় প্রয়োজন এমন সব জিনিস।
Published at : 19 May 2021 07:46 AM (IST)
আরও দেখুন





















