এক্সপ্লোর
Viral News: যুবকের গোপনাঙ্গ কেটে নিলেন ডাক্তার প্রেমিকা, নেপথ্যে কী কারণ
Female doctor chops off boyfriend's private part: পাঁচ বছর ধরে যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। এর পরই একদিন বাড়িতে ডেকে তাঁর গোপনাঙ্গ কেটে নিলেন ডাক্তার প্রেমিকা।

গোপনাঙ্গ কেটে নিলেন ডাক্তার প্রেমিকা
1/10

মাধৌরা জেলার ১২ নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে মহিলা ডাক্তারটির ৫ বছর ধরে সম্পর্ক চলছিল।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
2/10

কিন্তু সম্পর্ক থাকলেও বিয়ের ব্যাপারে কোনও উচ্চবাচ্য করতেন না যুবকটি বলে অভিযোগ। যা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
3/10

তরুণীকে জেরা করে জানা যায়, ওই মহিলাটি অনেক চেষ্টাচরিত্র করার পর যুবকটিকে রেজিস্ট্রি করার জন্য রাজি করান।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
4/10

সেই মতো কোর্টে তিনি রেজিস্ট্রি করাতে যান। তরুণীর অভিযোগ, কিন্তু যুবকটি সেদিনও আসেননি। এতেই আগুনে ঘি পড়ে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
5/10

পুলিশের দাবি, এর প্রতিশোধ নিতেই মহিলা ডাক্তারটি যুবককে একদিন তাঁর বাড়ি ডেকে পাঠান। সেখানেই তাঁর লিঙ্গটি কেটে ফেলেন ওই তরুণী।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
6/10

প্রসঙ্গত, ২৫ বছরের তরুণী ডাক্তারটি হাজিপুরের বাসিন্দা। ঘটনার দিন তাঁর বাড়ি থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ আসে। তখনই প্রতিবেশীরা সক্রিয় হন।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
7/10

তাদের চেষ্টাতেই যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়। দেখা যায়, যুবকটির লিঙ্গ কেটে ফেলেছেন ওই তরুণী। (প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
8/10

এই ঘটনায় ২৫ বছরের মহিলা ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
9/10

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই সাজা পাবে দোষী।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
10/10

বর্তমানে ওই যুবক পাটনা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
Published at : 01 Jul 2024 08:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
