এক্সপ্লোর
Electric Bill Reduce: বিদ্যুতের বিলে কমবে খরচ! মেনে চলুন এই টিপসগুলি
Electric Bill: খরচ হবে আরও কম, বিদ্যুতের বিল অর্ধেক করতে মেনে চলুন এই টিপস
বিদ্যুতের বিল কম হবে এই উপায়ে
1/7

দু বছর ঘরবন্দী জীবন মানুষকে বেশ ভালভাবেই শিখিয়ে দিয়েছে যে, টাকা কতটা গুরুত্বপূর্ণ, সঞ্চয় কতটা জরুরী। তাই যতটা সম্ভব প্রত্যেকের ক্ষেত্রেই সঞ্চয় করা উচিত এবং বাড়তি খরচ না করাই উচিত। আর বাড়তি খরচের মধ্যে একটা বেশি বিদ্যুৎ না ব্যবহার করা বা বিদ্যুতের খরচ কমানো।
2/7

আজও এমন বহু বাড়ি রয়েছে যেখানে পাখা, আলো কিংবা বাকি বিদ্যুৎ নির্দিষ্ট সময়ে ব্যবহার করার পরেও সেটাকে বন্ধ করতে মনে থাকে না। ফলে বাড়তে থাকে বিদ্যুতের বিল। যা এক এক সময়ে মধ্যবিত্তদের ক্ষেত্রে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ সংসার ঠেলতে ঠেলতে এত বিদ্যুতের বিল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে চিন্তা নেই! সাধারণ কিছু নিয়ম মেনে চললেই বেশ বিদ্যুতের বিল সাশ্রয় হতে পারে। কী সেগুলি?
Published at : 21 Aug 2023 12:34 PM (IST)
আরও দেখুন






















