এক্সপ্লোর
Health News: চাদর-কম্বলে জবুথবু, তবু গরম হচ্ছে না পা ? গোপনে বাড়ছে এই সমস্যা
Feet Cold in Blanket: এই শীতে কম্বল-চাদর মুড়ি দিয়ে শুয়েও অনেকের পা কিছুতেই গরম হতে চায় না, ঠাণ্ডা থেকেই যায়। অনেক চেষ্টা করলেও পা গরম হয় না। কেন এমন হয় ?

কম্বলের ভিতরে থাকলেও পা ঠান্ডা ?
1/9

এই শীতে কম্বল-চাদর মুড়ি দিয়ে শুয়েও অনেকের পা কিছুতেই গরম হতে চায় না, ঠাণ্ডা থেকেই যায়। অনেক চেষ্টা করলেও পা গরম হয় না।
2/9

কেন এমন হয় ? জানেন কি এই পা ঠাণ্ডা থাকা অনেক ধরনের রোগের লক্ষণ হতে পারে। প্রথম কারণ হপ্তে পারে রক্ত সঞ্চালনে সমস্যা।
3/9

রক্ত সঞ্চালন ঠিকমত না হলে পা ঠাণ্ডা থেকে যাওয়ার সমস্যা হতে পারে। কারণ এতে সমস্যা হলে শরীরের নিচের দিকে রক্ত ঠিকমত পৌঁছাতে পারে না।
4/9

রক্তবাহে বেশি চাপের জন্য রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। ডায়াবিটিস থাকলে এই সমস্যা বেশি দেখা যায়।
5/9

আর এই কারণেই পা কম্বল মুড়ি দেওয়া থাকলেও গরম হয় না সহজে। অনেক সময় অবশও হয়ে যায় পা।
6/9

কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুজনিত সমস্যাও দেখা যায়। ফলে ডায়াবিটিস থাকলে সেই রোগীদের এই লক্ষণ দেখলেই সতর্ক হওয়া দরকার।
7/9

পা গরম না হওয়া থাইরয়েডের সমস্যার ইঙ্গিতও হতে পারে। এক্ষেত্রে দেহের তাপমাত্রা ঠিক থাকে না। হাইপোথাইরয়েডিজমের কারণে এই সমস্যা দেখা যেতে পারে।
8/9

এক্ষেত্রে এইরকম লক্ষণ যাদের দেখা যায় তাদের অনেক সময় শরীরে আয়রনের ঘাটতি লক্ষ করা গিয়েছে।
9/9

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 04 Jan 2025 05:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
