এক্সপ্লোর
Dark Circles Remedies: ঘরোয়া টোটকাতেই দূর হবে ডার্ক সার্কল, পরখ করে দেখতে পারেন, ফল পাবেন হাতেনাতে
Beauty Tips: চোখের নীচের কালো ছোপ দূর হবে বাড়িতেই। শুধু কিছু ঘরোয়া টোটকা মেনে চললেই হল।
ছবি: ফ্রিপিক।
1/10

মাথায় হাজারো দুশ্চিন্তা, তার জেরে রাতভর দু’চোখের পাতা এক করতে পারি না আমরা। আকাশ-পাতাল ভেবে পাগলপারা অবস্থা হয়। তার প্রভাব পড়ে চেহারাতেও। চোখের নীচে ডার্ক সার্কল পড়ে।
2/10

ডার্ক সার্কল দূর করতে হাজারো প্রসাধনী রয়েছে বাজারে। কিন্তু টাকা খরচ করে সে সব না কিনে, আয়ুর্বেদিক পদ্ধতিতে বাড়িতে বসেই ডার্ক সার্কল দূর করতে পারেন।
Published at : 03 Sep 2023 04:07 PM (IST)
আরও দেখুন






















