এক্সপ্লোর
Dark Circles Remedies: ঘরোয়া টোটকাতেই দূর হবে ডার্ক সার্কল, পরখ করে দেখতে পারেন, ফল পাবেন হাতেনাতে
Beauty Tips: চোখের নীচের কালো ছোপ দূর হবে বাড়িতেই। শুধু কিছু ঘরোয়া টোটকা মেনে চললেই হল।
![Beauty Tips: চোখের নীচের কালো ছোপ দূর হবে বাড়িতেই। শুধু কিছু ঘরোয়া টোটকা মেনে চললেই হল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/3d613e127a06440534feb5e35cd444881693726366428338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ফ্রিপিক।
1/10
![মাথায় হাজারো দুশ্চিন্তা, তার জেরে রাতভর দু’চোখের পাতা এক করতে পারি না আমরা। আকাশ-পাতাল ভেবে পাগলপারা অবস্থা হয়। তার প্রভাব পড়ে চেহারাতেও। চোখের নীচে ডার্ক সার্কল পড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/62bf1edb36141f114521ec4bb4175579ba6fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাথায় হাজারো দুশ্চিন্তা, তার জেরে রাতভর দু’চোখের পাতা এক করতে পারি না আমরা। আকাশ-পাতাল ভেবে পাগলপারা অবস্থা হয়। তার প্রভাব পড়ে চেহারাতেও। চোখের নীচে ডার্ক সার্কল পড়ে।
2/10
![ডার্ক সার্কল দূর করতে হাজারো প্রসাধনী রয়েছে বাজারে। কিন্তু টাকা খরচ করে সে সব না কিনে, আয়ুর্বেদিক পদ্ধতিতে বাড়িতে বসেই ডার্ক সার্কল দূর করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/8df7b73a7820f4aef47864f2a6c5fccfd3a45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডার্ক সার্কল দূর করতে হাজারো প্রসাধনী রয়েছে বাজারে। কিন্তু টাকা খরচ করে সে সব না কিনে, আয়ুর্বেদিক পদ্ধতিতে বাড়িতে বসেই ডার্ক সার্কল দূর করতে পারেন।
3/10
![আমাদের প্রত্যেকের বাড়িতেই আমন্ড অয়েল থাকে। আঙুলে নিয়ে হালকা হাতে মাসাজ করুন চোখের নীচে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাসাজ করুন। ধুয়ে ফেলুন সকালে উঠে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/9414a8f5b810972c3c9a0e2860c07532303f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমাদের প্রত্যেকের বাড়িতেই আমন্ড অয়েল থাকে। আঙুলে নিয়ে হালকা হাতে মাসাজ করুন চোখের নীচে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাসাজ করুন। ধুয়ে ফেলুন সকালে উঠে।
4/10
![পাতলা পাতলা করে শসা কেটে নিন। এবার চোখ বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট তার উপর রেখে দিন। ফল পাবেনই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/edab7ba7e203cd7576d1200465194ea871298.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাতলা পাতলা করে শসা কেটে নিন। এবার চোখ বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট তার উপর রেখে দিন। ফল পাবেনই।
5/10
![বাটা হলুদ না পেলেও, গুঁড়ো হলুদ এবং আনারসের রস মিশিয়ে নিন একটি পাত্রে। চোখের নীচে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/db3a17f7bcac837ecc1fe2bc630a547316f8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাটা হলুদ না পেলেও, গুঁড়ো হলুদ এবং আনারসের রস মিশিয়ে নিন একটি পাত্রে। চোখের নীচে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট।
6/10
![কটন প্যাড ভিজিয়ে নিন গোলাপ জলে। এবার চোখ বন্ধ করে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। পরিবর্তন লক্ষ্য করবেন নিজেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/85b6f89b41cae26786ac72365fff771bf2bd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কটন প্যাড ভিজিয়ে নিন গোলাপ জলে। এবার চোখ বন্ধ করে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। পরিবর্তন লক্ষ্য করবেন নিজেই।
7/10
![টমেটো এবং লেবুর রসের মিশ্রণ তৈরি করুন। কটন বলের সাহায্যে চোখের নীচে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/64b8299d1597b8a5c7b9cb9c88642f6c73cdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টমেটো এবং লেবুর রসের মিশ্রণ তৈরি করুন। কটন বলের সাহায্যে চোখের নীচে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
8/10
![চোখের নীচের অংশে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। হালকা হাতে মাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/a269962fe1424e1ca3e68c328b9fed6120048.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোখের নীচের অংশে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। হালকা হাতে মাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
9/10
![গোল এবং পাতলা করে কেটে নিন আলু। চোখ বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট তার উপর পাতলা অংশ রেখে দিন। একটা সময় পর দেখবেন, ডার্ক সার্কল আর নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/ca538c343179bf0fbdfab6cd10469afd437d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোল এবং পাতলা করে কেটে নিন আলু। চোখ বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট তার উপর পাতলা অংশ রেখে দিন। একটা সময় পর দেখবেন, ডার্ক সার্কল আর নেই।
10/10
![পুদিনা পাতা পেলে বেটে নিন। চোখের নীচে লাগিয়ে রাখুন ১০ মনিটের জন্য। ফল পাবেন হাতেনাতে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/e89666feb714ab9c3946f28f00c5d8c406c9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুদিনা পাতা পেলে বেটে নিন। চোখের নীচে লাগিয়ে রাখুন ১০ মনিটের জন্য। ফল পাবেন হাতেনাতে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 03 Sep 2023 04:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)