এক্সপ্লোর
Home Decor: এমনিতে মাথাগুঁজে থাকলেও, ছোট ছোট কিছু পরিবর্তন, তাহলেই ছোট ফ্ল্যাট বড় দেখাবে
Decoration Tips: মাথার উপর ছাদ গড়লেই হয় না শুধু, তা সঠিক ভাবে সাজানোও জরুরি। এ ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
ছবি: পিক্সাবে।
1/10

নির্বিচারে সবুজ নিধন চললেও, ইট-কাঠ-পাথরের ইমারতে আকাশ দেখা না গেলেও, কংক্রিটের শহরেই মাথার উপর একচিলতে ছাদ গড়ে তুলতে হিমশিম খাই আমরা। অনেক কষ্টে, ধারদেনা করে যদিও বা ফ্ল্যাট কেনা সম্ভব হয়, তাতে জায়গার সঙ্কুলান করতে গিয়ে ধাক্কা খাই।
2/10

ফ্ল্যাট কেনা আর তার মধ্যে সংসার সাজানো, দুইয়ের মধ্যে আকাশ-পাতাল ফারাক। কারণ ঘর সাজানোর নামে আসলে ঘর ভরিয়ে ফেলি আমরা। কিন্তু একটু যদি সতর্ক থাকা যায়, তাহলে ছোট্ট ফ্ল্যাটই বড় বলে মনে হতে পারে।
Published at : 10 Jun 2023 11:40 AM (IST)
আরও দেখুন






















