Health Tips: চা খেয়ে মধুমেহ নিয়ন্ত্রণে রাখুন, জানুন কীভাবে
By : abp ananda | Updated at : 19 Sep 2022 12:19 AM (IST)
চা
1/10
চা (Tea) খেতে ভালোবাসেন বহু মানুষ। কারও কারও আবার চা খাওয়াটা একটা অভ্যাসের মতো।
2/10
কেউ দুধ দিয়ে চা খান, কেউ আবার দুধ ছাড়া। কেউ চিনি দিয়ে চা খান, কেউ আবার চিনি ছাড়া।
3/10
কারও আবার গ্রিন টি (Green Tea) ছাড়া চলেই না। মানুষ অনুযায়ী চা খাওয়ার ধরন বদলে যায়।
4/10
চা খাওয়ার সঙ্গে স্বাস্থ্যের অনেক যোগাযোগ রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চা স্বাস্থ্যের জন্য উপকারীও।
5/10
বেশ কিছু উপকারিতা রয়েছে এর। কিন্তু জানেন কি, রোজ যদি চার কাপ করে ব্ল্যাক টি (Black Tea) কিংবা গ্রিন টি খান, তাহলে কী হবে?
6/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চা স্বাস্থ্যের অনেক উপকার করে থাকে। তাঁদের মতে, প্রতিদিন যদি চার কাপ করে ব্ল্যাক টি কিংবা গ্রিন টি খাওয়া যায়, তাহলে অনেকটাই কমে যায় মধুমেহর সম্ভাবনা।
7/10
সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ হয়েছে। সমীক্ষায় যুক্ত ছিলেন বহু মানুষ।
8/10
গবেষকরা জানাচ্ছেন, সমীক্ষা শেষে দেখা গিয়েছে, যাঁরা রোজ চার কাপ করে চা খেয়েছেন, তাঁদের মধ্যে মধুমেহ রোগের ঝুঁকি কমে গিয়েছে ১৭ শতাংশ। যা কমতে সাধারণত ১০ বছর লেগে যায়।
9/10
দিনের শুরুটা অনেকেরই চা দিয়েই হয়। সাধারণত একেবারে সকালে এবং বিকেলে একবার, অন্তত দু-বেলা চা অনেকেরই লাগবে। অনেকের সারাদিনে অসংখ্যবার চা পানের অভ্যাস থাকে।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।