এক্সপ্লোর
Hair Care Tips: ধুলোময়লা জমে চিটচিটে হয়ে যাচ্ছে চুল? বাড়তে পারে চুল পড়ার সমস্যা, যত্ন নেবেন কীভাবে?
Winter Hair Care: যদি শীতের মরশুমে এই চিটচিটে চুলের সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে কী কী করতে পারেন, একনজরে দেখে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

শীতের মরশুমে দূষণের মাত্রা বাড়ে। আর তার জেরে আমাদের চুলে বেশি মাত্রায় জমে নোংরা। অনেকেই বাইরে বেরোন চুল খুলে। সেক্ষেত্রে সমস্যা আরও বাড়ে।
2/10

চুল যদি লম্বায় অনেকটা বড় হয় এবং আপনি তা না বেঁধে এই শীতের দিনে বাইরে যান, তাহলে আপনার চুলে সহজেই ধুলোময়লা জমে জট পড়ে যাবে এবং মাথার তালু বা স্ক্যাল্প হয়ে উঠবে চিটচিটে।
Published at : 17 Dec 2023 09:02 AM (IST)
আরও দেখুন






















