এক্সপ্লোর
Blood Pressure: ওয়ার্কিং ফ্রম হোম? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলতেই হবে এই নিয়মগুলি
Blood Pressure: ওয়ার্কিং ফ্রম হোম? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলতেই হবে এই নিয়মগুলি
1/10

ব্লাড প্রেসার (Blood pressure) কতটা বাড়লে রোগীকে ওষুধ দেওয়া যেতে পারে? এই নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাইডলাইনে বলা হয়েছে, কোনও ব্যক্তির রক্তচাপ (Blood pressure), ১৪০/৯০-র বেশি না হলে এবং কোমর্বিডিটি না থাকলে, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।
2/10

যাঁদের হৃদযন্ত্রঘটিত সমস্যা রয়েছে তাঁদের রক্তচাপ ১৩০/৮৫ হলে ওষুধ দেওয়া যেতে পারে। চিকিত্সক অর্পণ চক্রবর্তী জানালেন, শুধু তাই নয়, কোমর্বিডিটি থাকলেই বাড়তি সতর্কতা প্রয়োজন।
Published at : 01 Sep 2021 01:23 PM (IST)
আরও দেখুন






















