এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Summer Hair Care Tips: ঘামে চুল চিটচিটে? চুলে জটের সমস্যা? গরমেও চুলের যত্ন নিন এভাবে
Hair Care Tips: প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল। তেল চিটচিটে ভাব দেখা যাবে না। এক্ষেত্রে কী কী করতে হবে, দেখে নিন।
![Hair Care Tips: প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল। তেল চিটচিটে ভাব দেখা যাবে না। এক্ষেত্রে কী কী করতে হবে, দেখে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/cb6b58037fe9766c81767aab0c02cc361685865619311229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের যত্ন নিন
1/10
![প্যাচপ্যাচে গরমে এমনিই নাজেহাল অবস্থা। আর এই সময়ে অত্যাধিক ঘামের জন্য অনেকেরই চুলের অবস্থাও হয় করুণ। চিটচিটে হয়ে ওঠে চুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/5894de6e95596a718af750e5421bc50320a6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্যাচপ্যাচে গরমে এমনিই নাজেহাল অবস্থা। আর এই সময়ে অত্যাধিক ঘামের জন্য অনেকেরই চুলের অবস্থাও হয় করুণ। চিটচিটে হয়ে ওঠে চুল।
2/10
![ঘাম তো আছেই সেই সঙ্গে যারা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের চুলে ধুলোবালি আটকে যায় সহজেই। ফলে চুলে জট পড়ার সমস্যাও বাড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/82128119a37c10b82904e21ab7dbe0ec6449c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘাম তো আছেই সেই সঙ্গে যারা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের চুলে ধুলোবালি আটকে যায় সহজেই। ফলে চুলে জট পড়ার সমস্যাও বাড়ে।
3/10
![কীভাবে এই চুলের জট, চিটচিটে ভাব থেকে রক্ষা পাবেন। প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/2b15b4bf4cdb78363f2e7a36aa64b6edc6bea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কীভাবে এই চুলের জট, চিটচিটে ভাব থেকে রক্ষা পাবেন। প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললেই গরমের মরসুমেও আপনার চুল থাকবে নরম এবং উজ্জ্বল।
4/10
![গরমের সময় সপ্তাহে অন্তত তিনদিন করে শ্যাম্পু করুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁরা পারলে প্রতিদিনই শ্যাম্পু করুন। নাহলে ধুলোময়লা জমে চুল একেবারে চিটচিটে হয়ে যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/dcad97be80ba34a76beafe06c8196008b4b4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গরমের সময় সপ্তাহে অন্তত তিনদিন করে শ্যাম্পু করুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁরা পারলে প্রতিদিনই শ্যাম্পু করুন। নাহলে ধুলোময়লা জমে চুল একেবারে চিটচিটে হয়ে যাবে।
5/10
![প্রতিদিন শ্যাম্পু করলে তার আগে চুলে তেল ম্যাসাজ করাও দরকার। নাহলে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/17f2ffd4fd0d3a197742c80db7641133722ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিদিন শ্যাম্পু করলে তার আগে চুলে তেল ম্যাসাজ করাও দরকার। নাহলে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে।
6/10
![চুলের ধরন অনুসারে শ্যাম্পু ব্যবহার করা দরকার। প্রতিদিন শ্যাম্পু করলে একটু হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/127120d6794ec0cc42affdf6675a710f3dbb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলের ধরন অনুসারে শ্যাম্পু ব্যবহার করা দরকার। প্রতিদিন শ্যাম্পু করলে একটু হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল।
7/10
![ধু শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখলেই হবে না। পরিষ্কার চিরুনি ব্যবহার করাও দরকার। প্রতিদিন স্নানের পর পরিষ্কার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। চুলের জট নিয়মিত ভাবে ছাড়িয়ে নেওয়া উচিত। নাহলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/6a3bbf3c11c1ce24beaafeb7d80b15a907679.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধু শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখলেই হবে না। পরিষ্কার চিরুনি ব্যবহার করাও দরকার। প্রতিদিন স্নানের পর পরিষ্কার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। চুলের জট নিয়মিত ভাবে ছাড়িয়ে নেওয়া উচিত। নাহলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
8/10
![অনেকেই চিরুনি ব্যবহারের ক্ষেত্রে বেশ গাফিলতি করে। কিন্তু সেটা করা কখনই উচিত নয়। সারাবছরই পরিষ্কার চিরুনি ব্যবহার করা প্রয়োজন। চুলের জড় ছাড়াতে হলে মোটা দাঁড় যুক্ত বড় চিরুনি ব্যবহার করতে হবে। এর ফলে চুল টান পড়বে না, চুলের জটও সহজেই ছাড়ানো সম্ভব হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/1a57ff01444e350bcd7217d004a9098d3f135.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেকেই চিরুনি ব্যবহারের ক্ষেত্রে বেশ গাফিলতি করে। কিন্তু সেটা করা কখনই উচিত নয়। সারাবছরই পরিষ্কার চিরুনি ব্যবহার করা প্রয়োজন। চুলের জড় ছাড়াতে হলে মোটা দাঁড় যুক্ত বড় চিরুনি ব্যবহার করতে হবে। এর ফলে চুল টান পড়বে না, চুলের জটও সহজেই ছাড়ানো সম্ভব হবে।
9/10
![চুলে কোনও হেয়ার প্যাক ব্যবহার করলে বা কন্ডিশনার লাগালে তা ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নাহলে চুল চিটচিটে হয়ে যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/85794f767680d49a25c0fa614b8bc12572e38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চুলে কোনও হেয়ার প্যাক ব্যবহার করলে বা কন্ডিশনার লাগালে তা ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নাহলে চুল চিটচিটে হয়ে যেতে পারে।
10/10
![মাথার স্ক্যাল্পও পরিষ্কার রাখতে হবে। নাহলে অনেক ধরনের সমস্যা যেমন- র্যাশ, চুলকানি হতে পারে স্ক্যাল্পে। তাই সতর্ক থাকা দরকার। গরমে দু থেকে তিনবার মাথা ভিজিয়ে স্নান করতেই পারেন। এর ফলে চুলের মধ্যে জমে থাকা ঘাম পরিষ্কার হয়ে যাবে। আর চুল চিটচিটেও হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/04/e384a43e0b08f82b7d72160a79737b6ebafda.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাথার স্ক্যাল্পও পরিষ্কার রাখতে হবে। নাহলে অনেক ধরনের সমস্যা যেমন- র্যাশ, চুলকানি হতে পারে স্ক্যাল্পে। তাই সতর্ক থাকা দরকার। গরমে দু থেকে তিনবার মাথা ভিজিয়ে স্নান করতেই পারেন। এর ফলে চুলের মধ্যে জমে থাকা ঘাম পরিষ্কার হয়ে যাবে। আর চুল চিটচিটেও হবে না।
Published at : 04 Jun 2023 01:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)