এক্সপ্লোর
Health:ঘুম আসে না কিছুতেই? শোওয়ার আগে এই ভুলগুলি করছেন না তো?
Sleep And Mistakes:প্রচণ্ড ক্লান্ত, মনে হচ্ছে বিছানায় শুলেই ঘুমিয়ে কাদা হয়ে যাবেন। কিন্তু কোথায় কী? ঘুম আসছে না কিছুতেই। ভুল করে এই কাজগুলি করছেন না তো?
ঘুম আসে না কিছুতেই? শোওয়ার আগে এই ভুলগুলি করছেন না তো?
1/8

প্রচণ্ড ক্লান্ত, মনে হচ্ছে বিছানায় শুলেই ঘুমিয়ে কাদা হয়ে যাবেন। কিন্তু কোথায় কী? ঘুম আসছে না কিছুতেই।
2/8

সমস্যাটা কি চেনা? অনেকেই হয়তো জবাবে বলবেন, হ্যাঁ। কিন্তু কেন হয় এরকম? ডাক্তাররা জানাচ্ছেন, নেপথ্যে অনেক কারণ থাকতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, আমাদেরই কিছু অভ্যাস ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়।
Published at : 30 Jul 2023 11:36 PM (IST)
আরও দেখুন






















