এক্সপ্লোর
Lungs Care On Diwali 2024: দীপাবলিতে দেদার বাজি পুড়ল, আপনার ফুসফুসকে বাঁচাবেন কীভাবে ?
Lungs Care On Diwali 2024: দীপাবলিতে দেদার বাজি পুড়ছে কলকাতা-তথা সারা দেশেই। যার জেরে দূষণও হচ্ছে প্রচুর, এহেন পরিস্থিতিতে আপনার ফুসফুসকে বাঁচাবেন কীভাবে ?

দীপাবলিতে দেদার বাজি পুড়ল, আপনার ফুসফুসকে বাঁচাবেন কীভাবে ?
1/10

দীপাবলিতে দেদার বাজি পুড়ছে কলকাতা-তথা সারা দেশেই। এদিকে বাজির ধোঁয়া নিশ্বাসের মধ্য দিয়ে গেলে ফুসফুসের উপর যথেষ্ট প্রভাব পড়ে।
2/10

প্রতিবার দীপাবলি পেরিয়ে পর দেশের প্রায় প্রতিটি রাজ্যেই দূষণ তুঙ্গে ওঠে। এর মধ্যে সবথেকে দমবন্ধকর পরিস্থিতি দিল্লিতে।
3/10

শুধুই দীপাবলিই নয়, এমনিতেই দূষণ নানা কারণে হয়। এর মধ্যে গাড়ির ধোঁয়াতো আছেই। নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রা ক্রমশ বাড়ছে।
4/10

তবে এই সব দূষণের সঙ্গে ক্যাটালিস্টের কাজ করে বাজির ধোঁয়া। বলাইবাহুল্য, বাজির ধোঁয়া দূষণের মাত্রা বাড়িয়ে দেয়।
5/10

তাপমাত্রার সঙ্গেও বায়ু দূষণের সরাসরি যোগাযোগ রয়েছে। গরমে দূষণের মাত্রা তুলনায় কম থাকলেও, শীতে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়।
6/10

এবার আসা যাক, এই দূষণ থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন ? প্রথমত আপনার যদি ঋতু পরিবর্তনের সঙ্গে শ্বাসকষ্ট হয়, তাহলে চিকিৎসকের কাছে যান।
7/10

যদি সেই প্রবণতা না থাকে, তাহলে এই দূষণ থেকে বাঁচতে যতটা সম্ভব বাজি পোড়ানো থেকে বিরত থাকুন। রাস্তায় অতিরিক্ত দূষণ থাকলে কিছুটা সময় মাস্ক পরে থাকুন।
8/10

পারলে গাছপালা বেশি আছে, এমন জায়গায় ঘুরে আসুন। যোগ ব্যায়ামে থাকুন। তাহলে ফুসফুস ভাল থাকবে।
9/10

স্যুইমিং করলেও ফুসফুসের যত্ন নেওয়া সম্ভব। তবে নিজেকে ভাল রাখতে আপনাকে ধূমপানের নেশা থাকলেও ছাড়তে হবে। বাড়িতে কেউ খেলেও তাকে বিরত রাখতে হবে।
10/10

যতটা সম্ভব সতর্ক থাকুন, দূষণ মাত্রা পেরোলে বাসস্থান নিয়ে ভাবুন। কারণ দীর্ঘদিন ধরে দূষণের মধ্যে থাকলে ,ফুসফুস-সহ একাধিক অঙ্গের ভয়াবহ রোগের সম্ভাবনা হয়েছে।
Published at : 01 Nov 2024 01:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
