এক্সপ্লোর
Summer Face Pack: গরমেও ত্বক থাকবে সতেজ, রইল ঘরে তৈরি ৫ ফেস প্যাকের সন্ধান
Lifestyle Tips: গরমে ত্বককে ঠান্ডা রাখাটা বেশ চ্যালেঞ্জের কাজ। কীভাবে হাইড্রেট রাখবেন? পাঁচ ধরনের ফেস প্যাক তৈরি করে নিতে পারেন বাড়িতেই।
ফাইল ছবি
1/11

শসা এবং অ্যালোভেরা এই দুইয়ের মধ্যেই রয়েছে ত্বক হাইড্রেট রাখার উপাদান। পাশাপাশি ত্বক ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করে। এর ফলে ত্বক ঠান্ডাও হয়।
2/11

একটা শসা কেটে তা থেকে রস বের করে নিন। সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার টাটকা নির্যাস দু চামচ। এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন ২০ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
Published at : 22 May 2025 07:12 PM (IST)
আরও দেখুন






















