এক্সপ্লোর
Homemade Candle: বাড়িতে বানানো মোমবাতিতেই সেজে উঠুক ঘর, কীভাবে তৈরি করবেন? রইল পদ্ধতি
Candle Making at Home: ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে।
ফাইল ছবি
1/11

ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। রোজকার ব্যস্ত জীবনে যা আজকাল অনেকেরই সখ হয়ে উঠেছে। এই ঘর সাজানোর সঙ্গে মন ভাল থাকারও যোগ রয়েছে।
2/11

ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে। ঘর আলোকিত করার সঙ্গে সঙ্গে সুগন্ধি মোমবাতি সুবাসিত করে।
Published at : 16 Jun 2023 10:51 PM (IST)
আরও দেখুন






















