এক্সপ্লোর
Life Lessons: অনুভূতি হতে পারে একতরফা, সাড়া না দিতেই পারেন সামনের জন, মেনে নিতে হবে বাস্তব
Healing: কাউকে ভাললাগতেই পারে। সামনের জন তাতে সাড়া না দিতেই পারেন। মনকে বোঝানোর দায়িত্ব আমাদের নিজেরই।
ছবি: পিক্সাবে।
1/10

জীবন কখনওই বাঁধাধরা নিয়মে চলে না। তাই বাগে রাখা যায় না মনকেও। তার উপর হাজার ঝড়-ঝাপটা লেগেই রয়েছে জীবনে। এমন সময়ে নির্ভরযোগ্য কাউকে পাশে পেলে সুবিধে হয়।
2/10

তাই কেউ দু’টি ভাল কথা বললে, মন ভাল হয়ে যায় আমাদের। সামনের জনকে পরম বন্ধু বলে মনে হয়। অনেক সময় অসম্ভব ভাললাগা কাজ করে তাঁর প্রতি।
Published at : 06 Jun 2023 08:54 AM (IST)
আরও দেখুন






















