এক্সপ্লোর
Skin Care Tips: দিন দিন কালো হয়ে যাচ্ছে হাঁটু, ছোট ঝুলের জামা পরতে পারছেন না? হাতের কাছেই রয়েছে সুরাহা
Darker Knees: ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

হাত-পা, মুখ ঝকঝকে হলেও, চামড়া শক্ত হয়ে হাঁটু কালো হয়ে যায় অনেকের। সেই কারণে হীনম্মন্যতায়ও ভোগেন। ছোট ঝুলের জামা পরার ইচ্ছে থাকলেও হয় না।
2/11

গোটা শরীরের মধ্যে হাঁটুর অংশ কেন কালো হয়, তা বোঝা উচিত। কী করে তা দূর করবেন, জেনে নিন তা-ও।
3/11

হাঁটুর উপর ভর দিয়ে বসলে, হাঁটু ঘষা খেলে, চামড়া শক্ত হতে শুরু করে। সেই সঙ্গে বাকি শরীরের তুলনায় গাঢ় বর্ণ ধারণ করে। শুষ্ক ত্বক যাঁদের, তাঁদেরও এই সমস্যা হয়।
4/11

এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত এক্সফোলিয়েশন জরুরি, সপ্তাহে দুই থেকে তিন বার অন্তত। চিনি এবং নারকেল তেল মিশিয়ে হালকা হাতে ঘষতে পারেন।
5/11

দোকান থেকে কেনা স্ক্রাবও ব্যবহার করতে পারেন। এতে ডেড সেল উঠে গিয়ে, গাঢ় ভাব দূর হবে।
6/11

স্ক্রাবিংয়ের পর ময়শ্চারাইজার ভুলবেন না যেন। শিয়া বাটার, কোকো বাটার যুক্ত ক্রিম বা নারকেল তেল লাগাতে পারেন।
7/11

লেবুর রস ও মধু মিশিয়ে নিন ভাল করে। লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। সপ্তাহে দু’-তিন বার ব্যবহারেই উপকার পাবেন।
8/11

অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আলুর রস লাগালেও উপকার মিলবে।
9/11

ছোট ঝুলের জামা পরলে, হাঁটুতেও সানস্ক্রিন লাগান। নইলে আরও কালো হয়ে যাবে হাঁটু।
10/11

বেশি টাইট প্যান্ট না পরাই ভাল। হাঁটুতে ভর দিয়ে কাজ করার অভ্যাস থাকলে, ত্যাগ করুন।
11/11

ঘরোয়া টোটকা কাজ না করলে চিকিৎসকের পরামর্শ নিন। সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসকরা AHA, রেটিনল ক্রিম, লেজার বা কেমিক্যাল পিলস ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 12 Aug 2025 09:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























