এক্সপ্লোর
Children's Health: চনমনে ভাব উধাও, হঠাৎই নিজেকে গুটিয়ে নিচ্ছে সন্তান, কিছু লক্ষণই বলে দেয় ছোটরা অবসাদে ভুগছে কিনা
Signs of Depression: অবসাদ গ্রাস করতে পারে ছোটদেরও। লক্ষণগুলি জেনে রাখা জরুরি। এতে সময় থাকতে সতর্ক হওয়া যায়।
ছবি: পিক্সাবে।
1/11

শৈশব থেকে কৈশোর, তার পর তারুণ্য, বড় হতে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আসতে হয় আমাদের। তাই শৈশব যে কোনও শিশুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতের ভিতই হল শৈশব।
2/11

কিন্তু আগের মতো সহজ-সরল হিসেব আর নেই। কঠিন বাস্তবের সামনে শৈশবের সারল্যও চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। প্রাপ্তবয়স্কদের মতো ছোটরাও তার কোপে পড়ছে। অবসাদ গ্রাস করে নিচ্ছে তাদেরও।
Published at : 10 Jun 2023 11:40 AM (IST)
আরও দেখুন






















