এক্সপ্লোর
Health Tips: পুজোয় রোদে ঘুরে সারা শরীরে ট্যান পড়েছে? ঘরোয়া উপায়ই মিলবে প্রতিকার
Tanned Body: পুজোয় সারাদিন রোদে ঘুরেছেন। বন্ধুদের সঙ্গে, প্রিয় মানুষকে নিয়ে ঠাকুর দেখেছেন। কিন্তু ঘরে ফিরেই দেখছেন শরীরে কালো কালো ছোপ। সারা শরীরে ট্য়ান পড়েছে। কীভাবে দূর করবেন?
ছবি প্রতীকী
1/10

রোদে পুরে শরীরে ট্যান ধরছে। ঘরোয়া উপায় কীভাবে দূর করবেন জানেন? বেসনে এক চামচ হলুদ যোগ করুন এবং জল বা দুধ যোগ করে একটি পাতলা পেস্ট তৈরি করুন আর তা হাতে ও শরীরে মাখুন।
2/10

সেই পেস্টটিকে মুখে লাগান ধীরে ধীরে। এরপর এটি শুকিয়ে যাওয়ার আগে স্ক্রাব করুন। ঔজ্জ্বল্য ফুটে উঠবে আপনার মুখের।
Published at : 13 Oct 2024 02:52 PM (IST)
আরও দেখুন






















