এক্সপ্লোর
Health Tips: নির্দিষ্ট সময় খাওয়ার অভ্যাস, ওজন কমাতে মানতেই হবে এই টিপস
ফাইল ছবি
1/10

ওজন কমিয়ে সুঠাম চেহারা সবাই চান, কিন্তু কোন পদ্ধতিতে ডায়েট করলে সঠিক ফল মিলবে তা অনেকেই বুঝতে পারেন না।
2/10

ভারতের মতো দেশে যেখানে নানা সংস্কৃতি এবং উৎসবের মেলবন্ধন রয়েছে, সেখানে নিজের লক্ষ্য স্থির রাখা কঠিন বিষয়। ওজন কমাতে বেশ কিছু পন্থা অবলম্ব করা যায়।
3/10

যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবারের নির্দিষ্ট সময় মেনে চলা। রোজকার জীবন তো বটেই যে কোনও উৎসব বা অনুষ্ঠানেও খাবারের সময় মেনে চলা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
4/10

নির্দিষ্ট সময় খাবার খেলে মেটিবলিজম প্রক্রিয়া ঠিক থাকে। ওজন, স্থুলতা সম্পর্কিত সমস্যা দূর হয়।
5/10

পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর সময় কী খাবার খেতে হবে সেদিকেই নজর দিয়ে থাকেন অনেকে। নির্দিষ্ট সময় খাবার খেলে শরীরে এনার্জি বাড়ে।
6/10

সকালের খাবার এবং রাতের খাবার নির্দিষ্ট সময় খেলে ভারসাম্য বজায় থাকে।
7/10

বিশেষজ্ঞদের মতে সকালের খাবার খেতে হবে ৭টার মধ্যে।
8/10

এক্ষেত্রে ব্রেকফাস্টে রাখা যেতে পারে পাউরুটি-ডিম, দই, সবজি দিয়ে চিড়ের পোলাও, ধোসা।
9/10

রাতের খাবার সব সময় হালকা হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। রাত ৮টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত।
10/10

ডিনারে রাখা যেতে পারে স্যুপ, গ্রিলড চিকেন বা মাছ, এক বাটি স্যালাড, রুটির সঙ্গে পালক পনির।
Published at : 19 Mar 2022 11:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























