এক্সপ্লোর
Cricketers Second Marriage: দীনেশ কার্তিক থেকে কাম্বলি, বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন এই পাঁচ তারকা ক্রিকেটার
Dinesh kartik and other crickters who do second marriage after divorce first wife this reason
1/6

বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁদের প্রথম বিয়ে কোনও না কোনও কারণে সফল হয়নি। কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে বেশ সুখে-স্বচ্ছন্দে রয়েছেন তাঁরা। জেনে নেওয়া যাক এই ক্রিকেটারদের সম্পর্কে।
2/6

উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের সঙ্গে নিকিতার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ে টেকেনি। নিকিতা ও তাঁর বন্ধু ক্রিকেটার মুরলী বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদ হয়েছিল। ২০১৫-তে কার্তিক স্কোয়াশ প্লেয়ার দীপিকা পল্লিকলকে বিয়ে করেন। এখন তাঁরা বেশে হাসিখুশি বিবাহিত জীবন কাটাচ্ছেন।
Published at : 18 May 2021 02:09 PM (IST)
আরও দেখুন






















